বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের কথা সকলের মনে আছে নিশ্চয়ই? কয়েক বছর আগে ‛কাঁচা বাদাম’ গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। এরকম অনেকেই রয়েছেন যাদের হয়তো প্রতিভা রয়েছে কিন্তু প্রচারের অভাবে তাদের প্রতিভা সকলের সামনে আসতে পারে না। এমনই একজনের কথা আজ বলতে চলেছি যার প্রতিভার কথা শুনলে আপনারাও অবাক হবেন। বীরভূমের মারগ্রামের মহম্মদ আসগর আলি – বর্তমানে যার প্রতিভার খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছে। যিনি পেশায় একজন সাইকেল মিস্ত্রি।
তবে সাইকেল মিস্ত্রির পাশাপাশি তিনি একজন সঙ্গীত শিল্পীও বটে। সাইকেল মেরামতের পাশাপাশি তিনি প্রায়শই সন্ধ্যার দিকে এলাকার কয়েকজনকে নিয়ে বাউল থেকে ফোক বিভিন্ন গানের চর্চা করেন। তার বাড়ি রামপুরহাট দুই নম্বর ব্লকের সামনেই। তিনি এলাকাবাসীদের কাছে বাদাম সাইকেল মিস্ত্রি নামেই পরিচিত। হাতে রেঞ্জ-হাতুড়ি নিয়ে সকাল থেকে সন্ধ্যে অবধি বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতের কাজ করেন। আর সন্ধ্যে হলেই তার হাতে পেন-খাতার পাশাপাশি থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র। শুনলে অবাক হবেন শুধু গানই নয়, সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি নাটকও লেখেন।
প্রায় ৩৫ বছর ধরে তিনি সাইকেল মেরামতের পাশাপাশি রামপুরহাট, সাহাপুর, বোলপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালা নাটক করে আসছেন। তিনি নিজেই নাটক লেখেন এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন। তিনি এখনও পর্যন্ত আটটি নাটক লিখেছেন। মহম্মদ আসগর আলির থেকে জানা যায়, তিনি সঙ্গীত প্রেমী মানুষ। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই বাবার হাত ধরে নাটক থেকে শুরু করে যাত্রাপালাতে অংশগ্রহণ শুরু।
এই এলাকার এক বাসিন্দা জানান, বাদাম মিস্ত্রি সারাদিন সাইকেল মেরামতের কাজ করার পর সময় করে ব্লকের সামনে তার দোকানে সঙ্গীত চর্চা করেন। আর সন্ধ্যে নামলেই এই সঙ্গীত চর্চা দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। তার এরূপ প্রতিভা সত্যিই অতুলনীয়।
Discussion about this post