স্বপ্ন মানুষ কেন দেখে? এ প্রশ্নের উত্তর পাওয়া যায় না আজও। স্বপ্ন নিয়ে গবেষণাও কম হয়নি। কোনও গবেষক বলেন স্বপ্ন হচ্ছে নিজের অবচেতন মনের ইচ্ছের প্রতিফলন। আবার কারও মতে স্বপ্ন অর্থহীন। তবে বেশিরভাগ মানুষই রাতে ঘুমিয়ে দেখা স্বপ্ন সকালে উঠে ভুলে যান। সেই স্বপ্নের বাস্তব অস্তিত্ব খোঁজার চেষ্টা করেন না প্রায় কেউই। জার্মানির হামবুর্গ শহরের মেয়ে বিয়াঙ্কা পাসার্জের চিন্তাধারা যদিও একটু অন্যরকমই ছিল। ১৭ বছর বয়সী বিয়াঙ্কা ছিল এক নৃত্যশিল্পী। একদিন সে এক স্বপ্ন দেখে। কাঁচের বোতলের ওপরে নাচ করছে সে। চারপাশের লোকজন তার প্রশংসায় মুখর। ব্যাস, স্বপ্ন সত্যি করার জেদ চেপে গেল তার মাথায়।
শুরু হল অধ্যবসায়। প্রথমে বারবার অসফল হতে থাকল সে। কিছুতেই বোতলের ওপর নাচতে পারছে না। বিয়াঙ্কা কিন্তু কিছুতেই হাল ছাড়ল না। দিনে প্রায় ৮ ঘন্টা করে অনুশীলন করত। ১৯৫৮ সালের জুন মাসে হামবার্গ শহরের রাস্তায় প্রথমবার এই নৃত্য পরিবেশন করে সে। রাস্তার লোকজন দেখে সার সার লম্বালম্বি রাখা মদের বোতলের মুখের ওপর গোটা শরীরের ভার রেখে কি সাবলীলভাবে নৃত্য প্রদর্শন করছে বিয়াঙ্কা। প্রশংসায় ভরিয়ে দেয় তাঁকে সবাই। বিয়াঙ্কার দেখা সেই স্বপ্নও শেষমেশ সত্যি হয়।
আসলে আমরা সবাই জীবনে স্বপ্ন দেখি কিছু করে দেখানোর। কিন্তু স্বপ্ন পূরণের রাস্তায় সামান্য বাধা-বিপত্তি এলেই আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। যদি নিজেদের স্বপ্ন সত্যি করতে চাই তাহলে শত বাধা-বিপত্তি এলেও হাল ছাড়লে চলবে না। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। তবেই এক না একদিন ঠিক সত্যি হবে স্বপ্নগুলি। বিয়াঙ্কা পেরেছিল, আমরাও পারব। দরকার শুধু একটু আত্মবিশ্বাস আর দৃঢ় প্রত্যয়। কারণ রূপম ইসলাম বহুদিন আগেই বলে গিয়েছেন, “ভীষণ অস্ত্র শিরদাঁড়া আর মারণ অস্ত্র অহঙ্কার।
Picture Courtesy – reddit.com
Discussion about this post