“আমরা যাইনি মরে আজো – তবু কেবলি দৃশ্যের জন্ম হয়।” মহীনের ঘোড়াগুলিও ঠিক যেন ফিরে ফিরে আসে আমাদের কাছে,তার বন্ধুদের সাথে নিয়ে। সেই ‘৭০ এর দশক,বাঙালির সামনে চিরাচরিতের বাইরে সঙ্গীতের এক নতুন দরজা খুলেছিল ‘মহীনের ঘোড়াগুলি’। ৪০ বছরেরও বেশি সময় পরেও সেগুলি একইরকম গীতি ও গতিময়। সেই ব্যান্ডের অন্যতম জাদুকর তাপস বাপি দাস। জাদুকরই তো বটে! সেই ইন্দ্রজালেই এখনো চেতনার ঘোড়াগুলি ছুটছে অবিরাম। ‘মহীন এখন ও বন্ধুরা’র স্বপ্নে আজও বাঁচে মহীন। তবে এই মুহূর্তে সে মারাত্মক রকমের ব্যস্ত। ‘ভিটের টানে’ সে এখন ফিরছে। সাথে ফিরছে বাঙালির নস্টালজিয়াও।
গত ১২ সেপ্টেম্বর ‘মহীন এখন ও বন্ধুরা’ প্রকাশ করল তাদের নতুন অ্যালবাম ‘ভিটের টানে’। অডিও লেবেল শ্রীনিবাস মিউজিকের। অনুষ্ঠানটি আয়োজিত হয় দক্ষিণ কলকাতার এক নামজাদা লাইভ মিউজিক ভেন্যুতে। হাজির ছিলেন ‘মহীন এখন ও বন্ধুরা’এর সকল কারিগর তাপস বাপি দাস, সুমন মিকি চ্যাটার্জি, সুদীপ নাগ, অরুণীম দাস পুরকায়স্থ ,দেবমলয় রায়চৌধুরী, চিরঞ্জীব দত্ত, সৌভিক লরেন ঘোষালরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘চন্দ্রবিন্দু’ থেকে উপল সেনগুপ্ত, ‘ফকিরা’ ব্যান্ডের তিমির বিশ্বাস, ‘লক্ষ্মীছাড়া’র গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন শিলাজিৎ, উজ্জ্বয়িনী এবং শমীক আর.সি। অনুষ্ঠানটি শুরু হয় শিলাজিৎের কন্ঠে, সঙ্গে চলতে থাকে উপল-তিমিরের সুরের জাদুও।
তাপস বাপি ডেইলি নিউজ রিলকে জানান, “৭০এর দশকে বাংলা ব্যান্ডের যে ভিত তৈরি করে গেছে ‘মহীনের ঘোড়াগুলি”, সেটি সহজ ছিলো না মোটেও। “ভালোবাসি জোৎস্নায় কাশবনে ছুটতে”, সেই ছোটা চলছে এই কঠিন বাস্তবেও। তবে সেই বুনন এমনই যা থেকে এখনও পর্যন্ত বেরোতে পারেনি বাঙালি জাতি। বর্তমানে হাতের কাছে ফেসবুক থেকে ইউটিউব। ফলে এখন সেই যাত্রা কিছুটা হলেও সহজ। চিরাচরিত ছক ভাঙার যে আনন্দ মহীনের ঘোড়াগুলির মধ্যে ছিল, সেই আনন্দই তিনি ফিরিয়ে আনতে চেয়েছেন ‘মহীন এখন ও বন্ধুরা’র মাধ্যমে। তৈরী হয়েছে একের পর এক নতুন সুর। নতুনদের উচ্ছ্বাসে বাঁধ ভেঙেছে গতানুগতিকতার।
‘ভিটের টানে’র সবক’টি গানের কথা ও সুর দুটোই তাপস বাপির সৃষ্টি। ব্যান্ডের বাকি সদস্যদের সাথে মহীনও ছুটছে ভীষণ অসম্ভবের দিকে। অনুষ্ঠানের শেষে তাদের এক ঘন্টার গান তা প্রমাণ করল আবার। তাদের নতুন গানের পাশাপাশি গাওয়া হয়,’মহীনের ঘোড়াগুলি’র পুরনো মাইলফলক গুলিও। এদিন অ্যালবাম প্রকাশের সাথে প্রকাশিত হয় ঋষিতা দের কলমে ‘রিকার্নেশন অফ দ্য ডার্ক স্ট্যালিয়ন:জার্নি অফ অ্যান আনসাঙ্ লেজেন্ড’ বইয়ের প্রচ্ছদও। এটি তাপস বাপি দাসের আত্মজীবনী যা আগামী কলকাতা বইমেলা মুক্তি পাবে। অবশেষে সেই মায়াবী সন্ধ্যে শেষ হল। বাঙালি হাতে পেল তাদের নতুন অ্যালবাম। স্পটিফাই,উইন্কের মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও মিলবে এই গানগুলো। এভাবেই ‘ভিটের টানে’ ফিরে আসুক মহীন ও তার বন্ধুদের সাথে। কারণ আমাদের নতুন করে ভাবতে এখনও অনেক বাকি। অনেক বাকি চোখ খুলে মহীনের বন্ধুদের উপলব্ধি করা।
Discussion about this post