তাঁর চোয়াল চাপা লড়াই দেশকে উপহার দিল সোনালী মুহূর্ত। ফের এল ভারতীয় সাঁতারে গর্বের দিন। কালনার মেয়ে সায়নী সৌজন্য তেরঙা উড়ল হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেলের বুকে। ২৯ এপ্রিল ভাততীয় সময় সকাল ৯ঃ২০ মিনিটে এই চ্যানেল জয় করলেন বাংলার মেয়ে সায়নী। পূর্ব বর্ধমানের ঐতিহাসিক জনপদ কালনার বাসিন্দা তিনি।
এশিয়া মহাদেশের মধ্যে সায়নী দাসই প্রথম সাঁতারু হিসাবে এই চ্যানেল জয়ের খেতাব পেলেন। ভারতীয় সময় অনুযায়ী ৪৪ কিমি দীর্ঘ এই চ্যানেল পার হতে তার সময় লেগেছে ১৯ ঘন্টা ১০ মিনিট। অভিযান শুরু হয় ২৮ এপ্রিল ভারতীয় সময় দুপুর ১ঃ৫০ মিনিটে। মলোকাই চ্যানেল অভিযান শুরু করার জন্য কলকাতা থেকে গত ২৮ মার্চ রওনা দেন সায়নী। শুরু করার কথা ছিল ৩ এপ্রিল থেকে ১৩ এপ্রিলের মধ্যে। কিন্তু আবহাওয়া প্রতিকূল হয়ে উঠায় অভিযান কোনভাবেই শুরু করা যাচ্ছিল না। গভীর উদ্বেগ ও স্নায়ু যুদ্ধের মধ্যেই সায়নী দাস নিয়মিত সেখানে প্র্যাকটিস চালিয়ে গিয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মেলে মলকাই চ্যানেল অভিযান শুরু করার অনুমতি।
গত দু’বছর থেকে থমকে ছিল সায়নী দাসের মলকাই চ্যানেল জয়ের স্বপ্ন। মহামারী করোনার আবহের জন্য ২০২১ মলকাই চ্যানেলে অনুমোদন পেয়েও সেখানে যেতে পারেননি। সেই বছর ছিলেন ঘরবন্দী। ২০১৭ সালে ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। অবশেষে মলোকাই জয় করে নিয়ে এশিয়া মহাদেশের মধ্যে মহিলা সাঁতারু হিসেবে প্রথম খেতাব অর্জন করে নিলেন তিনি।
Discussion about this post