চিত্র – প্রতীকী
কোভিড – ১৯ ভাইরাসের আঁতুড়ঘর চিন ধীরে ধীরে সারিয়ে উঠছিল মারণ-ভাইরাসের ক্ষত। গত কয়েকদিন ধরেই প্রতিবেশী ভারতের সঙ্গে চিন নিজেকে জড়িয়েছিল সীমান্ত সংঘর্ষে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যেই সেই সংঘর্ষের বলি দুই দেশেরই বেশ কিছু সেনা। এরই মধ্যে নতুন করে চরিত্র বদলে ড্রাগনের হৃদয়ের হানা দিল করোনা ভাইরাস। রাজধানী শহর বেজিংয়ের মাংস এবং সামুদ্রিক খাবারের বাজারে কেনাকাটা করতে যাওয়া ক্রেতাদের রক্তে মিলেছে কোভিড – ১৯ ভাইরাসের উপস্থিতি।
সংক্রমণ আটকানোর হাজারও চেষ্টা সত্ত্বেও বিগত সপ্তাহেই শুধুমাত্র বেজিংয়ের ১৫৮ জন আক্রান্ত হন করোনায়। এর মধ্যে অন্ততঃ ২৫ জনই ওই শুধুমাত্র মাংস এবং সামুদ্রিক খাবারের বাজার নিয়মিত যেতেই বলেই জানা গিয়েছে। যদিও চিনের প্রশাসন বলছে অন্য কথা। তাঁরা করোনার দ্বিতীয় প্রকোপের জন্য মূলতঃ কাঠগড়ায় তুলেছেন বর্তমান খামখেয়ালি আবহাওয়ার পরিবর্তনকেই।
Discussion about this post