আচ্ছা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়? না, না ভারতবর্ষের পূর্বদিকে নয়। যদি বলা হয়, ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মাঝেই! রাজনৈতিক-কূটনৈতিক নেতারা ছুটে আসতেই পারে এই উত্তর শুনে। ছুটে আসার কোনো প্রয়োজন নেই। এটি ১০০% নির্ভেজাল তথ্য! এই বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ নয়। এই বাংলাদেশের অবস্থান ভারতবর্ষের ভেতরে। কাশ্মীরের বিখ্যাত উলার হ্রদের তীরে এই বাংলাদেশ বিদ্যমান। শ্রীনগর থেকে ৮০ কিলোমিটার উত্তরে রয়েছে বান্ডিপুর জেলা। এই বান্ডিপুর জেলার অন্তর্গত বাংলাদেশ!
তবে এই গ্রামের এমন নামকরণের বিশেষ কারণ? নাহ্, বাঙালিদের আধিপত্য সেখানে একেবারেই নেই। নামকরণের ইতিহাসটির বেশ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সময় ১৯৭১ সাল। তখনো এই ‘বাংলাদেশ’ তৈরী হয়নি। দুর্ভাগ্যজনকভাবে জুরিমান নামে একটি গ্রামে একসঙ্গে আগুন লেগে যায় ৫/৬ কি বাড়িতে। গ্রাম বাসিন্দারা পার্শ্ববর্তী গ্রামে নতুন করে জনবসতি গড়ে তোলে। আবার সেই বছরেই পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় নতুন স্বাধীন দেশ ‘বাংলাদেশ’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী যুদ্ধকে সম্মান জানাতে গ্রাম বাসিন্দারা নতুন গ্রামের নাম দেন ‘বাংলাদেশ’। যাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে হিমালয়।
ই গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা মাছ ধরা আর বাদাম সংগ্রহ। পৃথিবীর অলিগলিতে জমানো রয়েছে এরকম কত রকম তথ্য। হয়তো কোন আগামী কলম্বাসের দৃষ্টিতে একসময় ধরা যাবে পুরো পৃথিবীটাই।
Discussion about this post