আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রায় নিত্য প্রয়োজনীয় বস্তু হল, টিফিন ক্যারিয়ার বা টিফিন বাক্স। সাধারণত স্টিল বা প্লাস্টিকের তৈরি টিফিন বাক্সই আমরা ব্যবহার করে থাকি। এর থেকে একধাপ এগিয়েই এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে মণিপুরের ‘জোগাম বাম্বু’ গোষ্ঠীর অধিবাসীবৃন্দ। প্রাকৃতিক দূষণ কমাতে প্লাস্টিক বা স্টিলের বদলে তারা তৈরি করেছেন বাঁশের টিফিন বাক্স। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সম্পূর্ণ বাঁশ দিয়েই তৈরি একটি আস্ত টিফিন বাক্স। যা এখন আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়াতেও।
অবশ্য এটাই প্রথমবার নয়। পরিবেশ রক্ষার তাগিদে মণিপুরের চুয়াচান্দাপুরের ‘জোগাম বাম্বু’ গোষ্ঠীটি এর আগেও পুনর্ব্যবহারযোগ্য বস্তুকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন নিত্যপ্রয়োজনীয় নানা বস্তু। দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাঁশের তৈরি নানা সামগ্রীও তৈরি করেছেন তারা। এছাড়াও বাঁশকে নানা কাজে ব্যবহারও করতেন। অবশ্য টিফিন বাক্সের এই উদ্যোগটিকে নতুন এবং অভিনবই বলা চলে৷ বাক্সটিকে রয়েছে অনেকগুলি ধাপ এবং তার সঙ্গে বাঁশ দিয়ে ঘেরা ফ্রেম। বাজার চলতি যেকোনও টিফিন বাক্সের তুলনায় বেশি অভিনব এবং দৃষ্টিনন্দনও বটে।
সম্প্রতি মণিপুরের বনবিভাগের এক অফিসার সোশ্যাল মিডিয়ায় বাঁশের টিফিন বাক্সটির একটি ভিডিও পোস্ট করেন। মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সারা সোশ্যাল মিডিয়া জুড়েই। ‘জোগাম গোষ্ঠী’র সঙ্গে অফিসারটিও নেটিজেনদের বেশ প্রশংসাও কুড়িয়েছেন। বর্তমানে পরিবেশ এবং প্লাস্টিক দূষণ নিয়ে যখন সোচ্চার সারা বিশ্বই। তখন ভারতের এক ছোট্ট অঞ্চলের কিছু মানুষের বানানো ব্যবহার্য বস্তুই এখন কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে। জনসাধারণের মধ্যে এভাবেই পুনর্ব্যবহার্য কিছু বস্তুর চাহিদা বাড়াতে ময়দানে নেমে পড়েছেন তারাই। এই প্রচেষ্টাকে কুর্নিশ!
Discussion about this post