ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত মহানগরীর বুকে সংস্কৃতির মৃগয়াভূমি বইপাড়া আর কুমোরটুলিও। কলেজ স্ট্রিটের রাস্তায় জলে ভিজে রয়েছে বই এবং কুমোরটুলিতে জলে ভাসছে প্রতিমা। এই ছবিগুলি ইতিমধ্যেই নেট-দুনিয়ায় ভাইরাল। ঠিক এমন পরিস্থিতিতেই বইপাড়া আর কুমোরটুলির পাশে দাঁড়ালেন আরামবাগের তরুণী লিজা মির্জা। কলেজ-পড়ুয়া এই তরুণী ক্যালিগ্রাফি শিল্পী। আর এই মুহূর্তে তার শিল্পকে পুঁজি করেই মানুষের পাশে থাকতে চান তিনি। তার প্রতিশ্রুতি, নাম মাত্র পারিশ্রমিকে তিনি কারও ছবি কিংবা নাম এঁকে দেবেন। এমনকি কবিতা, গান অথবা নিজের লেখা লাইনও তিনি ফুটিয়ে তুলবেন তার শিল্পের মাধ্যমে। যদিও সেই পারিশ্রমিকের পুরোটাই তিনি তুলে দেবেন বইপাড়া আর কুমোরটুলির ফান্ডে।
লিজা মির্জা ‘ডেইলি নিউজ রিল’কে জানান, “আমি একজন স্টুডেন্ট। যেহেতু চাকরি করিনা তাই নিজস্ব কোনো সেভিংস নেই সেরকম। টুকটাক লেখালেখি, ক্যালিগ্রাফি আর আঁকাআঁকি করি। আমফানের প্রভাবে বই পাড়ার অর্ধেকের বেশি বই নষ্ট হয়ে গিয়েছে। কুমোরটুলির প্রতিমা জলে ডুবে নষ্ট হয়েছে। এই সময় শহরের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের দরকার। তাই নিজে যতটুকু পারি তাই দিয়ে সাহায্যের চেষ্টা করছি।”
Discussion about this post