সাংস্কৃতিক শহর মন্দির নগরী বিষ্ণুপুর আবারও সাক্ষী হতে চলেছে এক অভিনব আর্ট ক্যাম্পের। যামিনী রায়, রামকিঙ্কর বেজ, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ বিখ্যাত চিত্রশিল্পীদের স্মরণে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ক্যাম্পটি হতে চলেছে। এটি অনুষ্ঠিত হবে বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দির সংলগ্ন জোড় মন্দির শ্রেণীর সম্মুখে, পোড়ামাটির হাটে। অভিনব উদ্যোগটি নিয়েছেন বাঁকুড়া জেলা নান্দনিক শিল্প গোষ্ঠী।
বিষ্ণুপুরের পোড়ামাটির হাট পর্যটকদের কাছে আর এক আকর্ষণের জায়গা করে নিয়েছে বিগত কয়েক বছরের মধ্যেই। এই হাট সাধারনত বছর জুড়ে, সপ্তাহের শনি ও রবিবার দুপুর আড়াইতে নাগাদ জনসাধারণের জন্য উম্মুক্ত থাকে। যার রেশ চলে বিকেল গড়িয়ে সন্ধ্যা অব্দি। শান্তিনিকেতনের সোনাঝুরির মতো এখানে স্থানীয় হস্তশিল্পীরা তাদের শিল্পকর্মের পসরা সাজিয়ে বসেন। সাথে থাকে ধামসা মাদলের তালে তাল মিলিয়ে আদিবাসী নারীদের অপূর্ব নৃত্য।
আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর যথাক্রমে শনি ও রবিবার হওয়ায় পর্যটক সহ স্থানীয় মানুষের কাছে এই আর্ট ক্যাম্প যে এক আলাদা উদ্দীপনা সৃষ্টি করবে তা বলা বাহুল্য। ক্যাম্পে বাঁকুড়া জেলা সহ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নামিদামী চিত্রশিল্পীরা অংশগ্রহণ করবেন। খোলা আকাশের নীচে শিল্পীদের রং তুলির টানে ক্যানভাসে পরিস্ফুট হবে সমাজের বিভিন্ন প্রতিচ্ছবি। ক্যাম্পের দ্বিতীয় দিনে অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারী শিল্পীদের শংসাপত্রসহ সংবর্ধনা জানানো হবে। পরবর্তীতে আর্টগুলি প্রদর্শিত হবে বিষ্ণুপুর মেলায়, মল্লভূম আর্ট গ্যালারিতে। ডিসেম্বরের ২৩ থেকে ২৭ এই পাঁচদিন ব্যাপী বিষ্ণুপুর মেলাটি আয়োজিত হবে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় ও কে জি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন প্রাঙ্গণে। মেলা চলাকালীন পছন্দসই আর্টটি শিল্পীর নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে আপনার সংগ্রহের তালিকায় করতে পারেন অনায়াসেই।
Discussion about this post