মুম্বইয়ে মাস্ক বিরোধী আন্দোলনে সামিল হলেন শয়ে শয়ে মানুষ। দেশজুড়ে করোনার প্রকোপে মৃত্যুর হার সম্প্রতি নিন্মমুখী হলেও আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে।করোনার জেরে দেশজুড়ে প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বরাবর জানিয়েছেন যে এই সময় মাস্ক পরা প্রত্যেকের নিজস্ব দায়িত্ব ও কর্তব্য। সরকার দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক করা যাবে না। সম্প্রতি এমন দাবিতেই উত্তাল হয়ে উঠল ভারতের বাণিজ্য নগরী।
সরকারের বাধ্যতামূলক মাস্ক ও ভ্যাকসিন নীতির বিরুদ্ধে গত শুক্রবার মেরিন ড্রাইভে ‘জাগ্রত ভারত’ নামের এক সংগঠন এই প্রতিবাদ করে। লকডাউন, চিকিৎসায় পছন্দের অধিকার ও জোর করে করোনা পরীক্ষার বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখান।প্রথমে গান্ধী জয়ন্তী উপলক্ষে সকাল ১১ টায় মন্ত্রালয়ের বিপরীতে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে তাদের বিক্ষোভ প্রদর্শন করার কথা ছিল কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা মেরিন ড্রাইভে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন যদি ছয় ফুট দূরত্ব বজায় রাখা যায় তবে মাস্কের কি দরকার? যদি দুটিই কাজ করে তবে লকডাউন কেন? যদি ভ্যাকসিন নিরাপদ থাকে তবে ‘দায় নেই’ ধারা কেন? এক বিক্ষোভকারীর কথায়, মাস্ক পরতে অনেকেরই অসুবিধা হয়। কেউ আবার শ্বাসকষ্টে ভোগেন। আমরা কেউ মাস্ক পরার বিরোধী নই। তবে তা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি তারা মাইক্রোসফট এর প্রধান বিল গেটসেরও গ্রেফতারের দাবি তোলেন।
Discussion about this post