ঘুরতে ভালোবাসেন? কিন্তু পড়াশোনা কিংবা অফিসে কাজের চাপে দূরে কোথাও যাওয়ার উপায় নেই? নো টেনশন! আমাদের মহানগরী থেকে মাত্র ৬০ কিমি দূরেই রয়েছে মনোমুগ্ধকর স্নিগ্ধ এক জনপদ। সাঁঝের শহর বসিরহাটের সেই গ্রামটির নাম হল আন্দুলপোতা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে জায়গাটির সঙ্গে আমরা এখন বেশ ভালোই পরিচিত। তাই ভ্রমণপিপাসুদের অল্প খরচে তৃপ্তি মেটানোর মুখ্য একটি জায়গা হয়ে উঠেছে এই আন্দুলপোতা।
উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত প্রায় তিনশো বিঘা জলাধার নিয়ে অবস্থিত সুন্দর শান্ত একটি গ্রাম হল আন্দুলপোতা। ড্রোন ক্যামেরার সাহায্যে ওপর থেকে দেখলে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে আঁকাবাঁকা হয়ে অনেকগুলো সাপ শুয়ে আছে। কিন্তু ওগুলো আসলে মাইলের পর মাইল বিছিয়ে থাকা রাস্তা। বিগত তিন-চার বছরে বিখ্যাত হওয়া এই জায়গাটিতে বিকেলের দিকে বেশ ভালোই ভিড় জমে এই আঁকাবাকা রাস্তাগুলোর জন্যে। যদি ড্রাইভে যেতে ভালোবাসেন তাহলে তো সোনায় সোহাগা! বিকেলে বিশাল জলরাশির ওপর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মৃদুমন্দ বাতাসের স্পর্শ- আহা! সে এক স্বর্গীয় অনুভূতির সাক্ষী থাকবেন কথা দিলাম।
মাছের ভেড়ির কোন ক্ষতি না করেই প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে আন্দুলপোতা। সেখানে সূর্যোদয়, সূর্যাস্তের হোলি খেলা, নৌকা ভ্রমণ, মাছ ধরা এমনকি মাছের চাষ – এরকম আরও নানা মন মাতানো দৃশ্য উপভোগ করুন প্রাণ ভরে নিশ্বাস নিয়ে। ফিরতে মন না চাইলে, আন্দুলপোতা থেকে ভেবিয়া চৌমাথা হয়ে সোজা টাকি ঘুরে আসুন। সেখানে ইচ্ছামতীর ধারে আরও একটা রাত এবং দিন কাটিয়ে পরদিন বিকেলে ফিরে আসুন।
চিত্র ঋণ – শেখ জাকির হোসেন
Discussion about this post