‘মাথা ব্যথা নেই’ এমন মানুষ মেলা বোধহয় সোনার পাথরবাটি। আট থেকে আশি সকলেরই কম-বেশি মাথা যন্ত্রণার কষ্টটা একবার না একবার টের পেয়েছেন। এই মাথা যন্ত্রণা নিরাময় করতে সবার আগে যেটা প্রয়োজন তা হল মানসিক শান্তি এবং মনের আরাম। এই দুটো বিষয় না থাকলে যতই আপনি টাইগার বাম থেকে বিদ্যুৎ বাম লাগিয়ে ফেলুন মাথা ব্যথা সারবেনা।
আগে এত বাম বা স্যারিডনের মত ওষুধের রমরমা ছিলনা। তাই বলে কি মাথা যন্ত্রণার কোনোও চিকিৎসা ছিল না? আলবাৎ ছিল। আর তা হল ভাইব্রেশন থেরাপি। এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর মাথায় ওপর দিয়ে পরিয়ে দেওয়া হত একটি ধাতব বড় মাপের বাটি আর তার আশপাশ দিয়ে একটি কাঠের ডান্ডা ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ করা হত। সেই শ্রুতিমধুর আওয়াজের সাথে সাথে রোগীর সারা মাথার মধ্যে তৈরি হত একটি কম্পন। আর সেই কম্পন এবং আওয়াজেই সারত মাথা ব্যথা।
আজও এই চিকিৎসার প্রচলন আছে। তিব্বতের ‘মিউজিক্যাল বোওল’ বা সুরেলা বাটি বাজিয়ে এই চিকিৎসা করা হয়। এই বাটি গলো তৈরি হয় বিশেষ একধরনের ধাতব বেল দিয়ে, যা একবার বাজালে অনেকক্ষণ তার রেশ থেকে যায়। বর্তমানে একে সাউন্ড থেরাপি বা মিউজিক থেরাপিও বলা হয়।
Discussion about this post