দাঁতের বয়স নাকি এক লাখের বেশি! এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন গবেষকরা। লাওসের এক গুহায় এমন একটি দাঁত খুঁজে পেলেন বিজ্ঞানীরা যার বয়স নাকি এক লাখ তিরিশ হাজার বছরের বেশি! বিজ্ঞানীরা জানিয়েছেন এই দাঁতটি এক শিশুর। যার বয়স তিন থেকে আট বছরের মধ্যে। গবেষকদের দাবি, এই দাঁতটি মানুষের পূর্বপুরুষ ডেনিসোভান প্রজাতির। বিজ্ঞানীরা জানিয়েছেন, মানবজাতির বিলুপ্ত আর একটি শাখা নিয়ানডারথালদের সঙ্গে ডেনিসোভান শাখার সম্পর্ক ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে এই প্রজাতির বসবাস ছিল বলে মনে করা হয়। সাইবেরিয়ার ডেনিসোভা গুহায় প্রথম সন্ধান পাওয়া যায় বলে মানুষের পূর্বপুরুষের এই প্রজাতির নাম দেওয়া হয়েছে ডেনিসোভান।
২০১০ সালে সাইবেরিয়ার গুহায় কাজ করার সময় গবেষকরা ডেনিসোভান শাখার খোঁজ পান। এর আগে এই শাখার বিষয়ে বিজ্ঞানীদের কোনো ধারণা ছিল না। গুহার মধ্যে এক মহিলার আঙুলের হাড় খুঁজে বের করার সময় তারা প্রথম এই শাখার সন্ধান পান। এই প্রসঙ্গে বিজ্ঞানী ক্লেমেন্ট জানোলি বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মানুষের আধুনিক পূর্বপুরুষের সঙ্গে ডেনিসোভানদের যোগ ছিল। এই প্রসঙ্গে ‘ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ’-এর গবেষক ক্লেমেন্ট জানান, সাইবেরিয়া বা তিব্বতের পর্বত থেকে দূরে এশিয়া মহাদেশের এই অংশে ডেনিসোভানদের উপস্থিতির কোনো প্রমাণ নেই। তবে পরবর্তীকালে এই ধারণা ভুল প্রমাণও হয়।
২০১৮ সালে টাম পা লিং গুহার পাশের একটি গুহায় এই দাঁতটি খুঁজে পান। দাঁতটি পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন এই দাঁতটি এক নাবালিকার। তবে বহু বছর ধরে তাপ এবং আর্দ্রতার কারণে দাঁতটির ডিএনএ অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবে একটা সামান্য দাঁতও যে মানুষকে কত অজানা তথ্যর সন্মুখীন করে তা বিস্ময়কর!
Discussion about this post