ইতালিতে ইতিমধ্যেই করোনার বলি প্রায় ৩৪০০ জন। সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। ভূ-মধ্যসাগরের পাড়ে অবস্থিত এদেশে প্রায় ৬০ মিলিয়ন মানুষ এখন ঘরবন্দী। বেশিরভাগ অফিসই ‘ওয়ার্ক ফ্রম হোম’এর ব্যবস্থা করেছে। বাড়ির বাইরে বেরোতে পারছেন না কেউই। কাজকর্ম বা বন্ধুদের সঙ্গে আড্ডা, ভরসা এখন শুধু ভিডিও কলেই। এসবের মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান, ফাঁকা। এর মধ্যেই পাশাপাশি দাঁড়িয়ে চার-পাঁচটি আবাসন।
প্রথমে একটি আবাসনের একজন ব্যালকনিতে এসে দাঁড়ালেন এক শিল্পী। সেখানে রাখা পিয়ানোতে সুর তুললেন তিনি। সেই সুর শুনে এরপর অন্য আবাসনের বাসিন্দারা প্রথমে উঁকিঝুঁকি দিলেন। তারপর একে একে সবাই ঘর থেকে ব্যালকনিতে এসে দাঁড়ালেন। তাদের কারও হাতে বাঁশি আবার কারও হাতে স্যাক্সোফোন। এক এক করে সবাই সুর তুলতে লাগলেন নিজেদের বাদ্যযন্ত্রে। আশে পাশে আরও আবাসনের লোকজন ব্যালকনিতে বেরিয়ে এসে হাততালিও দিয়ে চলেছেন তাদের সুরে সুরে। করোনা-আঘাতে ঘরবন্দী ইতালির জনমানবহীন রাস্তায় আবার যেন প্রাণ ফিরে আসলো। সেই সুরের মাধ্যমেই পরস্পরের সঙ্গে যুক্ত থাকল মানুষগুলি। সেই সুর তাদের আশা জোগালো আগামীদিনের প্রস্তুতির। এই অস্থির সময়ে সেই মূর্চ্ছনা দূরে থেকেও একে অপরের পাশাপাশি থাকার ভরসা জাগালো।
Discussion about this post