আপনি ঠিক কোথায় জন্মেছেন? এই প্রশ্ন করা হলে বেশিরভাগ মানুষই উত্তর দেবে হয় হাসপাতাল নয়তো বাড়ি। অর্থাৎ মাটির ওপরে স্থলেই জন্ম আপনার। কিন্তু ঠিক কখন বা কোথায় এবং কীভাবে কেউ জন্মাবে, আগে থেকে কিছুই ঠিক করা থাকে না। কিছু কিছু সময় তো ব্যতিক্রম থেকেই যায়! গতকাল তেমনই এক ব্যতিক্রমী ঘটনার নায়ক হয়ে উঠল এক সদ্যোজাত। কারণ তার জন্ম হল আকাশপথে। শুনতে আশ্চর্য লাগলেও অস্বাভাবিক ঘটনা কিন্তু তা মোটেও নয়।
গতকাল দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের মধ্যেই ঘটে ঘটনাটি। ইন্ডিগো ৬ ই ১২২ বিমানটি বুধবার বিকেলে দিল্লি থেকে বেঙগালুরুর পথে রওনা দেয়। সেই বিমানেই ছিলেন এক গর্ভবতী মহিলা। বিমানে ওঠার পর থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তিনি। তাঁকে সাহায্য করতে যথাযথ ব্যবস্থা নেন বিমান কর্মীরা। তবে তাতেও তিনি তেমন উপকৃত হননি। তাঁকে তরল জাতীয় খাবার দেওয়া হলেও কিছুই মুখে তোলেননি মহিলা যাত্রীটি। তাঁর অবস্থা উত্তরোত্তর খারাপ হতে থাকে এবং হঠাতই প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর।
সন্তান জন্মের মুহূর্ত আসন্ন বুঝতে পেরে তৎপর হয়ে ওঠেন বিমান কর্মীরা। বিমানটিতে যাত্রী হিসাবে ছিলেন দুই চিকিৎসকও। তাঁদের মধ্যেই একজন মহিলা গাইনোকলজিস্টের সাহায্যে আকাশপথেই শেষমেশ এক পুত্র সন্তানের জন্ম দেন মহিলাটি। তবে সময়ের আগে হওয়ার দরুন ‘প্রি-ম্যাচিওর বেবি’ হিসাবে অতিরিক্ত যত্নে রাখা হয় তাকে। বিমানটি এরপর বেঙ্গালুরু পৌঁছতেই মহিলা যাত্রী ও সদ্যোজাত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর দুজনেই এখন বেশ সুস্থ রয়েছেন।
যদিও এর আগেও দেশ এবং দেশের বাইরে বেশ কিছু বার আকাশপথেই সন্তান প্রসবের ঘটনা ঘটলেও তা বেশ ব্যতিক্রমী এবং ‘চ্যালেঞ্জিং’ও বটে। ফলে সাম্প্রতিক ঘটনাটির সাফল্যে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত বিমানের অন্যান্য যাত্রী, বিমান-কর্মী সহ পাইলটও। বিমান সংস্থাটির সরকারি সূত্রে কোনও খবর আপাততঃ না মিললেও, সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির সম্পূর্ণ বিবরণ জানিয়েছেন বিমানটির চালক পাইলট। তাঁর সেই লেখাতেও প্রকাশ পেয়েছে উচ্ছ্বাস।
Discussion about this post