হঠাৎ করেই চেনা পৃথিবীটাকে কার্যত তছনছ করে দিয়েছে করোনা। বহু মানুষ হয়েছে স্বজনহারা। হাজার চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এই ভাইরাসকে। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এক আণুবীক্ষণিক ভাইরাসের সঙ্গে মানুষের এই লড়াইয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে গিয়েছে করোনা। তবে এবার পাল্টা ফিরিয়ে দেওয়ার পালা, ভেঙে দেওয়ার পালা করোনার বিষ দাঁত।
সম্প্রতি একটি গবেষণায় দেখা যাচ্ছে, দেশের বহু মানুষই এখন করোনায় আক্রান্ত হলেও নিদেনপক্ষে উপসর্গটুকুও দেখা যাচ্ছেনা। আবার অনেক সময়, মানুষ বুঝতেই পারছেন না তিনি করোনা আক্রান্ত হয়ে আবার সেরেও উঠেছেন। পরে পরীক্ষা করলে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। সাধারণত জনসংখ্যার ৫০-৬০%-র মধ্যে কোনো ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে, মনে করা হয় গোটা জনগোষ্ঠীর মধ্যে সংশ্লিষ্ট রোগের বিরুদ্ধে গোষ্ঠী প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। যাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে, তারাই অন্যদের মধ্যে রোগের সংক্রমণ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন।
এই পরিস্থিতিকেই বলা হচ্ছে হার্ড ইম্যুনিটি গঠন। অর্থাৎ মানব শরীর নিজের থেকেই ভাইরাসকে প্রতিরোধ করতে অ্যান্টিবডি তৈরি করে নিচ্ছে। তার জন্য কোনও ওষুধ বা পথ্যের প্রয়োজন হচ্ছে না। এই হার্ড ইমিউনিটি ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই ভ্যাকসিন না এলেও করোনা ভবিষ্যতে হয়ে উঠবে মামুলি জ্বরের মত। অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় যেমন অন্যান্য ভাইরাল ওষুখের প্রকোপ বাড়ে, করোনার ক্ষেত্রেও তেমনটাই হবে। করোনার এই অতিমারীর রূপ তখন আর থাকবে না।
Discussion about this post