ধরুন একদিন সকালে বাড়ির বাচ্চাটিকে আপনি ভূগোল পড়াতে বসলেন। ধারে কাছে অ্যাটলাস না থাকায় হাতের মোবাইলই তখন ভরসা৷ মোবাইলের গুগল ম্যাপের সাহায্যে বিভিন্ন দেশ চেনাতে চেনাতে আপনি হঠাৎ আবিষ্কার করলেন এক চাঞ্চল্যকর তথ্য। ম্যাপে ‘প্যালেস্টাইন’ লিখে খুঁজলে সেখানে দেখা যাচ্ছে না কোনও দেশই। অবাক কান্ডই বটে! তবে এটাই সত্যি। প্যালেস্টাইনকে বিশ্ব মানচিত্র থেকে এবার সরাসরি মুছে ফেলেছে আমেরিকা। এমনকি বিশ্বের অন্যতম বৃহত্তম টেকনোলজি সংস্থা গুগল এবং অ্যাপেল অনলাইন মানচিত্র থেকে মুছে দিল এই দেশকে। মানচিত্রে সেই জায়গায় এবার থেকে দেখা যাবে ইজরায়েলের নাম।
সম্প্রতি নেটিজেনদের নজরে আসে এই ঘটনা। গুগল বা অ্যাপেল ম্যাপে প্যালেস্টাইন লিখে খোঁজ করলে সেই নামস কোনও দেশ তো দেখা যায়ই না, উপরন্তু পুরো অংশটিকেই সরাসরি ইজরায়েল বলেও চিহ্নিত করা হয়েছে বলেও দেখা গেছে। তবে গুগল স্ট্রিট ভিউতে প্যালেস্টাইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্যের ছবি এখনও দেখা যাচ্ছে। গুগল মানচিত্র থেকে দেশের নাম সরিয়ে ফেলার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে প্যালেস্টাইন জার্নালিস্ট ফোরাম। সংঘটনটির তরফে বক্তব্য, এটি আসলে আরব এবং বিশ্বের সঙ্গে সেই দেশের স্মৃতি ধ্বংস করার একটি ব্যর্থ প্রক্রিয়া মাত্র। গুগলের এরকম পদক্ষেপ আন্তর্জাতিক নিয়মনীতির বিরুদ্ধে নেওয়া বলেও জানিয়েছেন তাঁরা। এমনকি প্যালেস্টাইনের নাম দ্রুত গুগল মানচিত্রে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছে সংগঠনটি।
শুধু এই সংগঠনই নয়, নাম মুছে ফেলা এই ম্যাপ নিয়ে নেটদুনিয়াতেও বিক্ষোভের মুখে গুগল বা অ্যাপেলের মত বৃহত্তম টেক সংস্থাগুলি। #FreePalestine বা #IStandWithPalestine বার্তাতেও টুইটারে প্রকাশ করা হয়েছে ক্ষোভ। প্যালেস্টাইনকে বিশ্বের মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলার পেছনে কি অন্য কোনও রাষ্ট্রের হাত রয়েছে? নাকি রয়েছে কোনও সমীকরণ? এই কাজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত কোনওভাবে রয়েছে? এই সমস্ত প্রশ্নে নেট দুনিয়ায় প্রতিবাদে সরব মানুষজন।
Discussion about this post