ভারতীয় ফুটবলে কোচিংয়ের ইতিহাস নিয়ে যদি নাড়াচাড়া করা যায়, তাহলে দেখব ইতিহাস শুরু হচ্ছে স্বাধীনতার পর। কিংবদন্তি সৈয়দ আব্দুল রহিম ১৯৫০–৬০-এর দশকে ভারতীয় দলকে এশিয়ার সেরা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং ১৯৫৬ অলিম্পিকে সেমিফাইনালে তুলেছিলেন। পরে দীর্ঘদিন বিদেশি কোচেদের আধিপত্যই চলে। ইংল্যান্ড, যুগোস্লাভিয়া, ইরান, ক্রোয়েশিয়া পর্তুগালসহ নানা দেশের প্রশিক্ষকরা দায়িত্ব নিয়েছেন। মাঝে সাভিও মেদেইরা বা অমল দত্তের মতো ভারতীয় কোচরা সুযোগ পেলেও, ধারাবাহিকতা ছিল না। অবশেষে ২০২৫ সালে জাতীয় দলের কোচ করা হল একজন ভারতীয়কে। দেশীয় প্রতিভায় আস্থা রাখার এক ঐতিহাসিক পদক্ষেপ।
কোচ খালিদ জামিল। তাঁর জন্ম ১৯৭৭ সালে কুয়েত সিটিতে। প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ফুটবলার। খেলোয়াড় হিসেবে মহিন্দ্র ইউনাইটেড ও মুম্বাইয়ের হয়ে খেলেছেন, জাতীয় দলের জার্সিতেও বহুবার নেমেছেন। কোচ হিসেবে ২০১৬-১৭ মরশুমে আইজল এফসিকে আইলিগ জিতিয়ে ইতিহাস গড়েছেন। পরে আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে প্লে-অফে পৌঁছে প্রথম ভারতীয় কোচ হিসেবে নজির স্থাপন করেন। ২০২৫ এ তিনি ভারতের পুরুষ ফুটবল দলের হেড কোচ হলেন। যা দেশের ফুটবলে আত্মনির্ভরতার এক নতুন অধ্যায়। তাঁর এই সাফল্য ভারতীয় ফুটবলের কাছে এক ঐতিহাসিক অর্জন, যা আমাদের স্বাধীনতার পর আত্মনির্ভর ভারতের পথচলার সঙ্গে তুলনীয়।
খালিদ খেলোয়াড়দের মধ্যে দলগত চেতনা, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মনোভাব গড়ে তোলেন। তাঁর নেতৃত্বে অনেক তরুণ ফুটবলার নিজেদের নতুন করে চিনতে শিখেছেন। তিনি বিশ্বাস করেন, প্রতিটি খেলোয়াড়ের মধ্যেই অজস্র সম্ভাবনা লুকিয়ে থাকে। খালিদ জামিলের কোচিং স্টাইল মূলত ডিসিপ্লিন, ডিফেন্সিভ অর্গানাইজেশন ও টিমওয়ার্কের ওপর। তিনি খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী করে তোলেন এবং প্রতিটি ম্যাচে লড়াই করার মানসিকতা গড়ে দেন। তাঁর কৌশল দ্রুত পাল্টা আক্রমণ, সুশৃঙ্খল মিডফিল্ড এবং টিমের সামগ্রিক ঐক্যকে বেশি গুরুত্ব দেয়। বিদেশি তারকা খেলোয়াড়ের ওপর নির্ভর না করে তিনি স্থানীয় প্রতিভাদের সুযোগ দেন এবং তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন।
খালিদ জামিলের মতো ব্যক্তিত্ব আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতার মানে শুধু শৃঙ্খলমুক্তি নয়, বরং আত্মসম্মান ও আত্মবিশ্বাসের বিকাশ। ভারতীয় ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার যে স্বপ্ন তিনি বুকে ধারণ করেছেন, তা আসলে স্বাধীন ভারতেরই এক অবিচ্ছেদ্য প্রতিচ্ছবি। তিনি সত্যিই ভারতের খেলাধুলার জগতে এক প্রেরণাদায়ক আলোকবর্তিকা। ভারতীয় ফুটবলের জগতে কোচ খালিদ জামিল শক্তিশালী মানসিকতারই এক উজ্জ্বল প্রতীক।
Discussion about this post