বিজ্ঞান বলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ভুলে যাওয়ার রোগ চেপে বসে। শারীরিক এবং মানসিক আলস্য ঘিরে ধরে মানুষকে। খুব কম মানুষ আছেন, যারা এই সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে জীবন কাটাতে পারেন খোশমেজাজে। সেইসব মানুষদের মধ্যেই একজন হলেন বাংলাদেশের রাণী হামিদ। ৮১ বছর বয়সে তিনি হাঙ্গেরি যাবেন দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে।
রাণী হামিদ বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার। পুরো নাম সৈয়দা জসিমুন্নেসা খাতুন, ডাক নাম রাণী। বিয়ের পর হামিদ নাম নেন। দাবার জগতে তিনি পরিচিত রাণী হামিদ নামেই। তিনি এখনও পর্যন্ত মোট ২০ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁর সাম্প্রতিকতম জয় ছিল ৭৫ বছর বয়সে ৩৮তম মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ। ২০১৮ সালে তিনি তাঁর ১৯তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এবারের দাবা অলিম্পিয়াড। বাংলাদেশ ওপেন ও মহিলা দুই বিভাগেই অংশগ্রহণ করবে। তারমধ্যেই অংশগ্রহণ করবেন রাণী হামিদা। তিনি বলছেন, “সব দেশের দাবাড়ুদের সঙ্গে দেখা হবে। এই অলিম্পিয়াডেই সবার কাছ থেকে বিদায় নিয়ে আসব। প্রতিপক্ষের ভালো খেলার চেয়ে আমি নিজেই বেশি ভুল করি। নতুন মেয়েরা উঠে আসছে। তারাই সামনে জাতীয় পর্যায়ে ভালো করবে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’’
Discussion about this post