সম্প্রতি পেরিয়েছে অস্কার পুরস্কারের পর্ব। গত বছর অস্কার নিয়ে আমাদের দেশে যে উন্মাদনা ছিল, সেই উন্মাদনা যেন এই বছর অনেকটাই ফিকে। আগের বছর অস্কার পেয়েছিল ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’। গত বছর অস্কার পেয়েছিল ভারতীয় একটি গানও। ফলে, নমিনেশনের সময় থেকেই গত বছরের উন্মাদনা ছিল চরমে। তার সঙ্গেই ভারতের মত দেশের মানুষের কাছে অস্কারের মত চূড়ান্ত পুরস্কার আর নেই। কিন্তু এই বছরেও সেরা তথ্যচিত্রের নমিনেশন পেয়েছিল কানাডা থেকে প্রকাশিত একটি ছবি, যে ছবি আসলে ভারতীয় ছবিই। যেহেতু শেষপর্যন্ত ছবিটি পুরস্কার পায়নি, তাই উন্মাদনাও নেই।
‘টু কিল আ টাইগার’- তথ্যচিত্রটির নির্মাতা নিশা পাহুজা। তিনি ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান। তাঁর জন্ম ভারতে হলেও সত্তরের দশকে তিনি তাঁর পরিবারের সঙ্গে কানাডা চলে যান। টরন্টো ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে তথ্যচিত্র তৈরির কাজটিই তাঁকে টানে। তাঁর মনে হয়েছিল এই মাধ্যমেই তিনি সামাজিক সমস্যাগুলিকে নিজের মত করে বলার সুযোগ পাবেন। বিদেশে বড় হয়ে ওঠা হলেও নিজের দেশের সমাজ, সংস্কৃতি তাঁকে ঘিরেই রেখেছিল।
‘টু কিল আ টাইগার’ ঝাড়খন্ডের গল্প। ‘গল্প’ না বলে বলা ভালো ‘ঘটনা’। ঝাড়খন্ডের একটি প্রত্যন্ত গ্রামের ১৩ বছরের মেয়েকে তারই কাকার ছেলে ও আরও দুই বন্ধু মিলে ধর্ষণ করে। গ্রামের মোড়ল ও গ্রামবাসীরা বলে তিনজন ধর্ষকের একজনের সঙ্গে মেয়েটির বিয়ে দিয়ে দিতে। কিন্তু মেয়েটির বাবা বেঁকে বসেন। এই গল্প এই মেয়ে ও বাবাকে নিয়েই। তথ্যচিত্রের শুরুতেই মেয়ের বাবা বলেন, “আমি আমার মেয়েকে ভীষণ ভালবাসি। এতটাই ভালবাসি, যে একসময় মনে হয়েছিল ওর ভাই-বোনদের জন্য যেন আর ভালবাসা বাকি নেই।” তথ্যচিত্রের শেষ পর্যন্ত সেই ভালবাসা অটুট।
তথ্যচিত্রটি আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অশিক্ষার কথা বলে। আইনি জটিলতা, দ্বিচারিতা, বিত্তহীন মানুষের অসহায়তার প্রসঙ্গ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু সর্বোপরি এই তথ্যচিত্র যা দেখায়, তা হল সাহস ও শুভচিন্তা। যৌনহিংসতার প্রতিক্রিয়া জানানো বর্তমানে বৃহত্তর সমাজ বিশ্বে অনেকখানি সহজ। কারণ, শিক্ষা, সমাজ, মানসিকতা সেই ক্ষেত্র তৈরি করে দিয়েছে। কিন্তু, একটি প্রান্তিক উপজাতির পরিবারের প্রেক্ষাপটে, সমস্ত প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে বিচারের জন্য ঝাঁপিয়ে পড়া দর্শককে বিস্মিত করে, অভিভূত করে। ‘টু কিল আ টাইগার’ অস্কার পুরস্কার না পেলেও, মানুষের মন জয় করে নিয়েছে নিঃসন্দেহে।
Discussion about this post