‘কাস্টিং কাউচ’! আজকের দিনে দাঁড়িয়ে এই শব্দটা বেশ পরিচিতই বলা চলে। কর্মক্ষেত্রে কাস্টিং কাউচ বা কাজ দেওয়ার সুযোগে যৌন হেনস্থা, এ আর আজ নতুন কিছু নয়। বিশেষ করে টলিউড এবং বলিউড নির্বিশেষে, চলচ্চিত্রের রূপালী জগতে এ ঘটনা প্রায় নিয়মিত ঘটে থাকে। কাজ পাওয়ার আশায় রাত কাটাতে হয়েছে নামী কোনও পরিচালক বা প্রযোজকদের সঙ্গে। সংবাদ মাধ্যমে আকছারই প্রকাশিত হয় এমন সব খবর। ইদানীং সংখ্যাটা আরও বেড়েছে। যৌন হেনস্থার শিকার হওয়ার ভয়ে দেশের হাজার হাজার প্রতিভাবান শিল্পীরা অভিনয় জগতে টিকে থাকতে পারছেন না। তবে সবাই যে সমান এমনও কিন্তু নয়। কাস্টিং কাউচের অশালীন চিত্রের মধ্যেও এমন কিছু কিছু পরিচালক বা প্রযোজক রয়েছেন যাঁরা প্রকৃতই ‘ভদ্রলোক’। কদর করেন শুধু প্রতিভাকে। এমনই এক ভদ্রলোকের উদাহরণ পরিচালক অনুরাগ কাশ্যপ।
বলিউডের প্রকৃত ‘রবিনহুড’ তিনি। যে কোনও অন্যায়ের প্রতিবাদে সবার প্রথমেই বলিউডের যার নাম উঠে আসে তিনি অনুরাগ। কাস্টিং কাউচ না, বরাবর ভরসা করে এসেছেন প্রতিভা এবং অভিনয় দক্ষতাকে। আজ তাঁর ধরেই পঙ্কজ ত্রিপাঠি, নওয়াজউদ্দিন সিদ্দিকী, হুমা কুরেশী, মনোজ বাজপেয়ী, কেকে মেনন, রিচা চড্ডার মত শিল্পীরা বলিউডে নিজেদের জাত চেনাতে সক্ষম হয়েছেন। তাঁর পরিচালনায় তথাকথিত ‘স্টার’বিহীন ছবি ‘গ্যাং অফ ওয়াসেপুর’ তো এক মাইলস্টোনই বলা যায়। তাঁর উপর ভরসা করে উঠে এসেছেন নতুন কোনও প্রতিভাবান অল্পবয়সী শিল্পী। সেইরকমই একজন হলেন অভিনেত্রী সাইয়ামী খের।
বলিউডে পা রেখেছেন ‘মির্জা’ ছবির হাত ধরে। বেশ কয়েক বছর কেটে গেল এখানেই। হাতে ভাল কোনও কাজ ছিল না। এরমধ্যেই একদিন আলাপ হল অনুরাগ কাশ্যপের সঙ্গে। প্রথম আলাপেই সাইয়ামীকে নিজের বাড়িতে ডাকেন তিনি। প্রথমে ভয় পেয়ে গেলেও অনুরাগের কথায় ভয় ভাঙে তার। সায়ামীর বক্তব্য, “প্রথম আমার সঙ্গে যেদিন অনুরাগ কাশ্যপের দেখা হয়েছিল, সেদিনই উনি আমায় ওঁর নিজের ফ্ল্যাটে যেতে বলেছিলেন। আমি নিজে মুখ ফুটে কিছু বলে ওঠার আগেই উনি বলেন, “তুমি চিন্তা করো না। আমার বাবা-মা’ও আমার সঙ্গে এক বাড়িতেই থাকেন।” অনুরাগের প্রযোজনা ও পরিচালনায় সায়ামী এরপর ‘চোকড’ নামে একটি ওয়েব-সিরিজে অভিনয়ও করেন। আসলে অনুরাগ কাশ্যপের মত কিছু কিছু মানুষ এখনও আছেন বলেই, বলিউডের ওপর বিশ্বাস রাখতে পারেন নতুন প্রতিভারা। অনুরাগের চওড়া কাঁধের ভরসাই এগিয়ে যাওয়ার সাহসটুকু যোগায় তাদের। খুলে দেয় রূপালী জগতের নতুন দিগন্ত। উঠে আসেন বহু নতুন অভিনেতা। পা রাখেন তারকা হয়ে ওঠার সাম্রাজ্যে।
Discussion about this post