কুকুরকে শুধু প্রভুভক্ত বললে ভুল হবে মারাত্মক বুদ্ধিমানও। কুকুরের বিশেষ ক্ষমতা রয়েছে মানুষের ভাষা বোঝার মানুষের নানা অঙ্গভঙ্গি বুঝে সেই মতো কাজ করার। তবে কখনো কী দেখেছেন কোন শোরুমে গিয়েছেন আর সেখানে স্বাগত জানাচ্ছেন একটি কুকুর। ব্রাজিলের এসপিরিতো সান্তোর সেরা এলাকায় অবস্থিত হুন্ডাই (Hyundai) কোম্পানির গাড়ি শোরুমে গেলে এমনটাই দৃশ্য দেখতে পাবেন আপনি, দেখবেন একটি কুকুর গলায় পরিচয়পত্র ঝুলিয়ে স্বাগত জানাচ্ছে আপনাকে।
টাকসন প্রাইম নামের এই কুকুরটি আগে শো রুমের বাইরে সারাক্ষণ বসে থাকতো। ঠিক যেন পাহারা দিচ্ছে গোটা শোরুমটি। আস্তে আস্তে শোরুমের কর্মীদের সাথে বন্ধুত্ব হয়ে যায় কুকুরটির। এই দেখে এই কর্তৃপক্ষ অভূতপূর্ব একটি সিদ্ধান্ত নিল। চাকরির ব্যবস্থা করা হলো তার জন্য। তারজন্য তৈরি হল রীতিমতো পরিচয় পত্র। সাম্মানিকও দেওয়া হয়েছে টাকসন প্রাইমকে। সে এখন হুন্ডাই শোরুমের অতন্দ্র প্রহরী, সারাক্ষণ পাহারা দিয়ে চলেছে।
শোরুমের ইনস্টাগ্রাম একাউন্ট থেকেই এই ঘটনার কথা জানানো হয়েছে সেই সঙ্গে টাসকনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে তার গলায় একটি পরিচয়পত্র রয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে হুন্ডাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত। এখানেই শেষ নয় তার জন্য বানিয়ে দেয়া হয়েছে একটি কাঠের কেবিনও। কোম্পানির এইরকম উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।
Discussion about this post