রাস্তায় কুকুর দেখলেই কি হাত নিশপিশ করে ঢিল মারতে? কিংবা পশুদের উপর পাশবিক অত্যাচার করেই সুখ পান? তবে আপনার এবার সময় হয়েছে হাজতবাসের সাথে ৭৫ হাজার টাকা জরিমানার। এমনই আইন আসতে চলেছে ভারতীয় সংবিধানে। পশুদের সংরক্ষন ও তাদের নির্বিঘ্নে বাঁচার জন্য পশুসুরক্ষা আইনটিকে আরও কঠোর করার পরিকল্পনা করছে কেন্দ্র। পশুসুরক্ষার আইনটি বিগত ৬০ বছর ধরে অসংশোধিত অবস্থায় পড়ে। সেখানে পশুদের উত্যক্ত করা বা হত্যা করা বাবদ মাত্র ৫০ টাকা জরিমানা ধার্য্য। তাই এটিকে পরিবর্তনের দাবি উঠেছে চারিদিকে।
পশুদের উপর অত্যাচারের বিভিন্ন ভাগ করছে কেন্দ্র। স্বল্প আঘাত, গুরুতর আঘাত এবং হত্যা। অত্যাচারের মাত্রা অনুযায়ী জরিমানা ৭৫০ টাকা থেকে ৭৫ হাজার টাকা হতে পারে সাথে পাঁচ বছরের জেল। গত বছরই কেরলের একটি হাতিকে বারুদভরা আনারস খাইয়ে হত্যা করা হয়। আবার জ্বলন্ত টায়ার ছুঁড়েও মারা হয় একটি পশুকে। দিনের পর দিন এমন নানা অমানুষিক ঘটনার সাক্ষী থাকছে দেশের মানুষ।
সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মিলে এখনও এই বিষয়ের ৩১৬টি মামলার কোনো কিনারা হয়নি। এরমধ্যে ১৯৯ টি অমীমাংসিত মামলাই পাঁচ বছর পেরিয়েছে। তাই তীব্র চেষ্টা চলছে আইনি ব্যবস্থাকে আরও দৃঢ় করার। আইনি সাজার বিষয়ে আলোচনা চলছে তুমুল পর্যায়ে। সবার মতামত নিয়ে খুব শীঘ্রই সংশোধিত পশুসুরক্ষা আইনটি আসতে চলেছে ভারতে।
Discussion about this post