আগের বছর যুদ্ধবিদ্ধস্ত প্যালেস্টাইনের গাজাতে এক শিশুকে দেখা গিয়েছিল। যে কিনা নিজের ঘর হারিয়েও আগলে রেখেছিল একটা ছোট্ট পাখিকে। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তাকে ও তার পরিবারকে জীবনযাপন করতে হলেও, সেই ছোট্ট পাখিটির জন্য সামান্য দানাপানির ব্যবস্থা হয়ে যাচ্ছিল কোনোমতে। এই ঘটনা মানুষকে অভিভূত করেছিল। আজ আবারও তেমন এক ঘটনা সামনে এসেছে। মৃত্যু মিছিলের মধ্যেই দশ বছরের এক শিশু তার নিজের খোলা আকাশ খুঁজে নিয়েছে রান্নার মধ্য দিয়ে!
দশ বছরের মেয়েটির নাম রেনাড। গাজা স্ট্রিপের মধ্যবর্তী অংশে তার পরিবারের বাস। তাকে প্রশ্ন করা হলে সে বলে, চারিদিকের যুদ্ধ, কান্না, ভয় আর বিভৎসতা থেকে মনকে সরাবার জন্যই সে রান্নাকে বেছে নিয়েছে। যে সময়টুকুতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়, সেই সময়ে রেনাড তার রান্নার রেসিপি ছড়িয়ে দেয় ইন্সটাগ্রামে। তার ফলোয়ারের সংখ্যাও নেহাৎ কম নয়। তাকে সাহায্য করেন তার মা, বাবা। মেয়ের এই একটুকরো আনন্দের মাঝে তাঁরাও যেন দেখতে পান খোলা আকাশ।
গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। বৃটিশ জার্নাল ল্যানচেট বলছে, ৭ই অক্টোবর থেকে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা কমপক্ষে এক লাখ ৮৬ হাজার হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ভয়াবহ এসব হামলায় কমপক্ষে ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৯০ হাজার। ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। এরই মাঝে রেনাডের মত শিশুরা তাদের মত করে বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে মুক্তির স্বাদ।
Discussion about this post