লকডাউনে বিপর্যয়ের মুখে পড়া দুঃস্থ মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মানুষই। শারীরিক দূরত্ব বজায় রেখে কোনও কিছুর তোয়াক্কা না করেই মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন তাঁরা। এবারের ঘটনাস্থল টালিগঞ্জ-মুদিয়ালি অঞ্চল। লকডাউনের ফলে আশপাশের বস্তি এলাকার মানুষগুলির কাজ বন্ধ। ফলে বন্ধ রোজগারও। তাই রোজ পর্যাপ্ত খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থায় তাদের পাশে দক্ষিণ কলকাতার কিছু স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীর দল।
সম্পূর্ণ নিজেদের চেষ্টায় এবং স্থানীয় কিছু মানুষের উদ্যোগে, গত ২২ এবং ২৬ এপ্রিল সেই বিপদে পড়া মানুষগুলির কাছে পৌঁছে যান তাঁরা। টালিগঞ্জ এলাকার সাধু তারাচরণ আশ্রমের সামনে গুজরাটি পাড়া, ক্যাওড়া তলা মহাশ্মশান, সাহা নগর, ধানকল বস্তি অঞ্চলে ছড়িয়ে পড়ে তাঁদের সাহায্যের হাত। দু’দিন ধরে এলাকার প্রত্যেক দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, মুড়ি, পেঁয়াজ ও আলুর মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবীদের এই দলে এলিজা ব্যানার্জি, শৈবাল দাসগুপ্ত, রণজয় গুপ্ত, সায়নদীপ দাস ছাড়াও রয়েছেন রিক্সা চালক সঞ্জীব বাবু। খাদ্যসামগ্রী বহন করার জন্য ব্যবহৃত হয়েছে তাঁর রিক্সাটিই। তাঁদের এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে প্রশংসার সুর। মানুষের সাহায্য পেলে, ভবিষ্যতে এই রকম সামাজিক উদ্দেশ্যে তাঁরা হয়তো আবার এগিয়েও আসতে পারেন। একথাই জানিয়েছেন এলিজা সহ দলের বাকিরা।
Discussion about this post