বেবী হালদার আজ শুধু বাংলা সাহিত্যের নয়, আন্তর্জাতিক সাহিত্য জগতেও একটি পরিচিত নাম। তার প্রথম আত্মজীবনীমূলক বই ‘আলো আঁধারি’ একদিকে যেমন বাঙালি পাঠকদের মনের গভীরে জায়গা করে নিয়েছে, তেমনি সারা বিশ্বের পাঠকদেরও মন জয় করেছে। উর্বশী বুটালিয়ার হাত ধরে ইংরেজিতে অনুবাদ হওয়ার পর আরো ২৪টি ভাষায় অনূদিত হয়েছে তার এই বই। তার জীবনের সংগ্রাম, সাহসিকতা এবং লেখনীর গুণগত মানের জন্য বেবীকে আন্তর্জাতিকভাবেও সম্মানিত করা হয়েছে। তবে এই সংগ্রামী লেখিকার জীবনে এখন এক কঠিন সময়—এখন তার লড়াই ক্যান্সারের সঙ্গে।
মাত্র ১৩ বছর বয়সে বিয়ে, ১৫ বছর বয়সে মা, এবং গার্হস্থ্য হিংসার কারণে দিল্লি গিয়ে গৃহপরিচারিকার কাজ করতে বাধ্য হওয়া, এসব ছিল তার জীবনের কঠিন বাস্তব। কিন্তু, এই সংগ্রামময় জীবনের সাথে লড়তে লড়তেই একদিন তিনি ঠিক করেন তিনি নিজের জীবন সংগ্রামের গল্প সারা বিশ্বকে জানাবেন। প্রেমচন্দের দৌহিত্র অধ্যাপক প্রবোধ কুমারের উৎসাহে তিনি তার জীবনের কষ্টের কথা লিখে ফেললেন তার প্রথম বই আলো আঁধারিতে। বই বেরোনোর পর সারা ভারতে তাকে নিয়ে শুরু হয় হইচই। উর্বশী বুটালিয়া নামের এক লেখিকা এই বইয়ের ইংরেজি অনুবাদ করেন এবং নাম দেন ‘A Life Less Ordinary’। এই ইংরেজি সংস্করণের জন্য বইটি সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। Hindu, Times Of India, Tribune এবং BBC-এর মতো নামিদামি সংবাদমাধ্যমেও আমন্ত্রণ পান বেবী।
এরপর বেবী হালদারের আরও দুটি বই প্রকাশিত হয়—‘ঈষৎ রূপান্তর’এবং ‘ঘরে ফেরার পথ’। ২০১৪ সালে CBSE তার পাঠক্রমে পরিবর্তন নিয়ে আসলে তাদের পাঠ্যবইয়ে স্থান পায় বেবীর জীবনকাহিনী। এটা ছিল তার জীবনের একটা বিশাল বড় স্বীকৃতি। এছাড়াও, তাঁর লেখা ‘ঈষৎ রূপান্তর’ এর ইংরেজি অনুবাদ Zubaan থেকে এ বছরই প্রকাশিত হতে চলেছে।
তবে আজ বেবী হালদার জীবনের নতুন এক সংগ্রামের মুখোমুখি। গত বছর, ২০২৩ সালে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে তার চিকিৎসা চলছে, এবং চিকিৎসা প্রায় সম্পূর্ণ বলা চলে। চিকিৎসকদের প্রতি বেবী গভীর কৃতজ্ঞতাও জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কারণে এখন তিনি কাজ করার অবস্থায় নেই। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া তাকে দুর্বল করে রেখেছে। তার চিকিৎসা, যাতায়াত, এবং প্রয়োজনীয় পরীক্ষার জন্য টাকা সংগ্রহ করা অত্যন্ত জরুরি।
গত কিছু মাসে কলকাতার সাংস্কৃতিক সংগঠনগুলি বেবীকে সম্মাননা ও আর্থিক সাহায্য প্রদান করেছে, এবং অনেক ব্যক্তির কাছ থেকেও অর্থ সহায়তা এসেছে। কিন্তু সে সঞ্চয়ও প্রায় শেষ হয়ে এসেছে। গত ছয় মাসে বেবীকে দুবার ভেলোরে যেতে হয়েছে চিকিৎসার জন্য, যেখানে ব্যাপক খরচ হচ্ছে। তাই এখনই বেবীর জন্য কিছু অর্থ সংগ্রহ করা জরুরি।
বেবীর ব্যাংক তথ্য:
নাম: Baby Halder
ব্যাংক: State Bank Of India, Halishahar Station Branch
অ্যাকাউন্ট নম্বর: 34688752423
IFSC: SBIN0012463
যে বাঙালি লেখিকার জীবনকথা আজ CBSE-র পাঠ্যবইয়ের অংশ, তার জন্য সামান্য সহযোগিতার হাত বাড়ানো অত্যন্ত প্রয়োজন। আসুন, আমরা সকলে মিলে এই সংগ্রামী নারীর পাশে দাঁড়াই, যেন তিনি আবার কলম ধরতে পারেন এবং আমাদের আরও সমৃদ্ধ করতে পারেন তার লেখার মাধ্যমে।
Discussion about this post