২২ জুলাই তার গানে মুগ্ধ করতে ঢাকায় এসেছিলেন রোমানিয়ার পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। ওটিলিয়ার সবচেয়ে জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’। ইউটিউবে এ পর্যন্ত এটি শোনা হয়েছে ৫৬ কোটির বেশিবার। টুকটুকে লাল শাড়ি পরে একটা ছবি পোস্ট করেছেন ওটিলিয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শাড়ি পরেছেন ওটিলিয়া। সিঁদুর লাল রঙের সেই শাড়ির পাড়ে আলাদা করে বসানো হয়েছে বাটিকের নকশা করা কাপড়। পাড়ের সঙ্গে মিলিয়ে পরেছেন স্লিভলেস কালো ব্লাউজ। হোটেল রুমে তোলা সেই ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘ট্র্যাডিশনাল ক্লথ অব বাংলাদেশ’ (বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক)।
গায়িকার বাঙালি সাজ সম্পর্কে এই ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছিলেন। আমরা আগেই পরিকল্পনা করেছিলাম, ওকে আমাদের দেশীয় পোশাক পরাব। সেটাই করেছি আমরা।’ ৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়।
এছাড়াও ঢাকায় পারফর্মে এসে বাংলাদেশে যাতায়াতের সহজলভ্য মাধ্যম রিকশায় চড়ে ঘুরে বেড়িয়েছেন ওটিলিয়া। গত সোমবার (২৫ জুলাই) ৬টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে রিকশায় ঘুরে বেড়ানোর দুটি ছবি পোস্ট করেছেন তিনি। গায়িকাকে ছবিতে অফ হোয়াইট ও হালকা খাকি রঙের থ্রি-পিসে দেখা যায়। প্রথম ছবিতে মাথায় থ্রি-পিসের ওড়না দিয়ে বাঙালি কন্যার অবতারে রিকশায় বসা তিনি আর দ্বিতীয় ছবিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা গিয়েছে তাকে।
Discussion about this post