রাস্তার উপর রাখা রয়েছে দুটি চকচকে আলমারি, আলমারির গায়ে বড় করে লেখা ‘হৃদ পরশ’, শুধুই আপনার জন্য। মন চাইলে দিয়ে যান। মন চাইলে নিয়ে যান।’ শুনতে অবাক লাগলেও এমনই মানবিকতার নজির চোখে পড়ল মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় গেটের সামনে। শীতের আমেজ নিতে যখন প্রস্তুত সারা বঙ্গ। তখন তাদের কথা আমরা অনেকেই ভুলে যাই, যারা এত ভরা শীতেও উপযুক্ত বস্ত্র ছাড়া কাটান। তাই যাদের শীত পোশাক কেনার সামর্থ্য নেই মূলত তাদের জন্যই এই পোশাক ভর্তি আলমারি।
মঙ্গলকোটের খুদরুন থেকে শ্যামবাজার যাওয়ার রাস্তার ধারেই রয়েছে মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চমাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের গেটের ঠিক সামনেই বসানো হয়েছে এই দুটি দেওয়াল আলমারি। স্কুল শিক্ষকরা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গড়ে উঠেছে এই মহান উদ্যোগ। পথ চলতি দুস্থ মানুষরা যাদের প্রয়োজন তারা নিজে আলমারি খুলে পছন্দ মত পোশাক নিয়ে নিচ্ছেন। সেই পোশাকের জন্য না দিতে হচ্ছে না কোনও মূল্যও।
স্কুল শিক্ষকদের মতে, অনেকের বাড়িতেই রয়েছে বহু অব্যবহৃত পোশাক থাকে। তারা এই আলমারিতে রেখে দিয়ে যেতে পারে তাদের অব্যবহৃত পোশাকগুলি। যা শীত নিবারণ করবে কোন একজন অসহায়ের। বিগত কয়েকদিন ধরেই এভাবেই স্কুলের গেটের সামনে থেকে দুঃস্থরা পাচ্ছেন পোশাক। ফলে স্কুলের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা ও আশেপাশের বহু সাধারন মানুষ। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা জানান, “সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকান্ড নেওয়া হয় স্কুলের তরফে। স্কুলের সহ-শিক্ষক শিক্ষিকাদের ও ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের সামনে এই সড়ক পথ দিয়েই বহু মানুষ যাওয়া আসা করেন যাদের গায়ে ঠিকমতো পোশাক থাকে না। সেই সব দৃশ্য দেখেই এই চিন্তা ভাবনা করা হয়েছে।”
Discussion about this post