মাতৃভাষা মানে মায়ের ভাষা। কোনও শিশু ছোটবেলায় তার অভিভাবকের কাছ থেকেই শেখে তার মাতৃভাষা। ভারতের বিভিন্ন অংশে অঞ্চলভেদে মাতৃভাষারও ভিন্নতা লক্ষণীয়। যেমন পশ্চিমবঙ্গে বাংলা, তামিলনাড়ুতে তামিল তেমনই কর্ণাটকে কন্নড়। আর নিজেদের আবেগের এই মাতৃভাষা কন্নড়ের প্রতি শ্রদ্ধাশীলতার এক অভিনব দিশা দেখাল কর্ণাটক। কোনো ভাষা যে অঞ্চলে বহুল প্রচলিত, সেই অঞ্চলের মানুষ সেই ভাষাতে কথা বলতেই সবচেয়ে বেশি পারদর্শী হয়। কর্ণাটক রাজ্যের সরকারি ভাষা কন্নড় এবং এই রাজ্যের প্রায় সাড়ে তিন কোটি লোক এই ভাষায় কথা বলেন। কিন্তু সেই রাজ্যে নতুন আসা কেউ কন্নড় ভাষা না জানলে সেখানকার স্থানীয় ও নতুন মানুষটি; দুইয়ের মধ্যেই যোগাযোগের এক ফারাক চোখে পড়ে।
এই ফারাক দূর করে উভয়ের মধ্যে এক মধুর বন্ধন স্থাপনে এই অভিনব চিন্তার কথা ভেবেছেন স্থানীয়রা। সম্প্রতি কর্ণাটকের ট্যাক্সির ভিতর, যাত্রীদের প্রতি এমনই বার্তাই ফুটে উঠল। যেখানে লেখা ছিল – “প্রিয় নাগরিক, আপনি যদি এখানে বসবাস করেন এবং কন্নড় ভাষা না জানেন, দয়া করে শিখে নিন। আমাদের একজন হয়ে উঠুন। সারাজীবন অতিথি হয়ে থাকবেন না।”
স্থানীয় তথা মাতৃভাষার প্রতি আমরা সকলেই আবেগপ্রবণ। মাতৃভাষার জন্য আন্দোলন পশ্চিমবঙ্গেও চোখে পড়ার মতন। কর্ণাটকের মত অসাধারণ এই বার্তা প্রতিটি রাজ্যের ক্ষেত্রে, প্রতিটি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। তবেই ঘুচতে পারে অতিথি ও স্থানীয়দের বিভেদ।
Discussion about this post