প্রতিবছর শহর কলকাতা সাক্ষী থাকে বইমেলার। হরেক রকম বই, হরেক রকম স্টল আর সাথে থাকে হাতে তৈরি নানাবিধ জিনিস। সেই মেলা তো হয় শীতকালে। তবে এই গরমে শহর কলকাতা সাক্ষী থাকছে এক অভিনব বইয়ের মেলার। এই মেলায় যত খুশি তত বই ভরতে পারবেন বাক্সতে। ভাবা যায়! নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন কাজ। মেলায় পৌঁছেই হাতে তুলে নিতে হবে নিজেদের পছন্দসই বাক্স। তারপরই শুরু বই ভরার কাজ। নিজেদের পছন্দের সব বই হাতে পেলে কি আনন্দটাই না হয়। ভাবুন তো একবার।
ব্যাপারটা ভীষণ অদ্ভুত ঠেকছে তাই না? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় বসছে এই অভিনব মেলা! গড়িয়াহাটের সিংহী প্যালেস। আর সেই প্যালেসে গেলেই দেখা মিলবে এই আজগুবি মেলার! মেলাটির আয়োজন করেছেন, ‘কিতাব লাভার্স’ সংস্থা। তবে এটা কিন্তু নতুন না। এর আগেও বেশ কয়েকবার হয়েছে এই মেলা। বইপ্রেমীদের জন্য যে এটা সুবর্ণ সুযোগ তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু ফাঁকা বাক্সটা কিনতে হবে। ব্যাস! তারপরই ভরে ফেলুন নিজের ইচ্ছে মতো সব বই। এই মেলায় মজুত রয়েছে তিন রকমেই বাক্স।
প্রথম বাক্সের দাম ১১০০/-, এতে ভরতে পারবেন ১০ থেকে ১৩ টা বই। দ্বিতীয় বাক্সের দাম ১৬৫০/-, এতে ধরবে ১৭ থেকে ২০ টা বই। আর সর্বশেষ বাক্সের দাম ২৭৫০/-, এতে আঁটবে ৩০ থেকে ৩৩ টা বই। ‘কিতাব লাভার্স’ সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা রাহুল পাণ্ডে বলেছেন, ”এই নিয়ে চতুর্থ বার কলকাতা শহরে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বারের মতো এবারও বইপ্রেমীরা এই মেলায় এসেছেন এবং পছন্দসই বই কিনে নিয়ে গিয়েছেন। প্রথম দিন থেকেই আমরা ভাল সাড়া পেয়েছি।” এই ডিজিটালাইজেশনের যুগে একটা দিন বইয়ের মধ্যে কাটাতে মন্দ লাগেনি তিলোত্তমাবাসীর। মুঠোফোন থেকে বেরিয়ে না হয় বইদের পাতায় নাহয় থাকল চোখ।
Discussion about this post