কৃষ্ণনগরের (ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী) যুবক সুমন বিশ্বাস বেশ কিছুদিন ধরেই ফেসবুকে উত্যক্ত করছিলেন সোনারপুরের এক তরুণীকে। বিশেষ পাত্তা দেন নি তরুণী। আকাশবাণীর সঞ্চালিকা ওই তরুনীর অভিযোগ মঙ্গলবার দুপুর থেকেই মেসেঞ্জারে ওই যুবক ক্রমাগতঃ কল করছিলেন। তিনি তাঁকে ব্লক করতে যাওয়ার সময় দেখেন যুবকটি তাঁকে অপমানজনক ও কুরুচিকর মন্তব্য করে। এমনকি প্রতিবাদে উত্তরে শুনতে হয় ‘হিজড়ে’ কিংবা ‘সমাজের কলঙ্ক’। এরপরেই তিনি মনস্থির করেন এর শেষ দেখেই ছাড়বেন। সোনারপুর থানা তার অভিযোগ গ্রহণ করেছে এবং আগামীকাল বারুইপুর সাইবার সেলেও তাঁকে আরেকটি অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে পুলিশ।
সুকন্যা সমাদ্দার নামের ওই তরুণী ‘ডেইলি নিউজ রিল’কে বলেন, “আমি কোন অপরাধ করিনি তাই আমার কোন ভয় নেই, তাই আমার নাম গোপন করারও কোন দরকার নেই। আপনি আমার নাম নিয়েই খবর করুন। আমিও চাই প্রতিটি মেয়ে ঘরে ঘরে ভয় না পেয়ে জোর রেখে প্রতিবাদ করুক।” ঘটনার নিন্দা জানিয়ে সুকন্যার পাশে দাঁড়িয়েছে ফেসবুক জগৎ। যদিও ঘটনায় অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এখনও কোনও প্রতিক্রিয়া জানান নি।
Discussion about this post