রামধনুর সাত রং এর মত ওরাও নতুন করে পাখা মেলুক। ওরা উড়ে বেড়াক নিজেদের ভালোবাসার রঙে। কী ভাবছেন তাদের কথা বলছি? এই রামধনুর রংই বা কারা? যদি বলি তারা আমরাই। বা আমাদের মতোই তারা। হয়তো এদের কথা আমার আপনার মত কিছু মানুষ তা সমর্থন করবে। আবার অনেকেই হয়তো নাক সিঁটকাবেন। আমাদের মতোই ওদের চাহিদাগুলোও খুবই স্বাভাবিক। আর ওদের এই স্বাভাবিক চাহিদাগুলোকে মেনেও নিয়েছে পৃথিবীর অনেক দেশই। এবারে স্বীকৃতি প্রদানকারী দেশের তালিকায় যোগ হলো আরও একটি নাম। উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়া। সে দেশে এই প্রথম দুই সমকামী পুরুষ আবদ্ধ হলেন বিবাহবন্ধনে। যাদের মধ্যে একজন ৩১ বছর বয়সী এক ফরাসি ব্যক্তি ও অন্যজন ২৬ বছর বয়সী এক টিউনিশীয় নাগরিক।
ভালোবাসা নারী পুরুষের হোক কি সমলিঙ্গের, ভালোবাসা ভালোবাসাই! তাই কোথাও গিয়ে এই ঘটনা কালো মেঘের মধ্যে অনেকখানি রোদের আলো হয়ে দেখা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আশার মুখ দেখছে সেখানকার সমপ্রেমী মানুষেরা। বলা বাহুল্য, আরব তথা মধ্য প্রাচ্যের অবদমিত ত্রিতীয় লিঙ্গের মানুষের কাছে এক ভরসার স্তম্ভ হয়ে দাঁড়াবে টিউনিশিয়া।
Discussion about this post