রূপান্তরকামী এক মহিলাকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছে পুয়ের্তো রিকোর ম্যাকডোনাল্ড’সে। তিনি মহিলাদের বাথরুম ব্যবহার করেছিলেন, এই অভিযোগে পুলিশকে খবর দেওয়ার পরই নাকি এই ঘটনা ঘটেছে। মৃত মহিলার নাম নিউলিজা লিসিয়ানো রুইজ। সোমবার সকালে পুয়ের্তো রিকোর নর্থান কোস্টের তোয়া বাজায় তাঁকে খুন করা হয়েছে। ঘটনার পর পুলিস তদন্ত শুরু করে। সোশ্যাল মিডিয়ায় কোনো সিসিটিভির ফুটেজ আপলোড করা হয়েছে কি তা খুঁটিয়ে দেখছে তারা। এই ঘটনার সাক্ষী হিসেবে উপস্থিত কেউ যারা ঘটনাটির সত্যতা সম্পর্কে অবগত, এমন অন্তত দুজনের খোঁজ চালাচ্ছে পুলিস। ঘটনাচক্রে একজন ব্যক্তি নাকি সেই রূপান্তরকামী মহিলাটির উদ্দেশ্যে বলে সে নাকি তাকে গুলি করতে যাচ্ছে, এমন কথাও কানাঘুষো শোনা যাচ্ছে।
মৃত মহিলার আরেক নাম ছিল আলেক্সা। তাঁর এই মৃত্যুকে কেন্দ্র করে ট্যুইটারে #SeLIamabaAlexa বা ‘Her name is Alexa’ ইত্যাদি বিভিন্ন হ্যাশট্যাগও বিশেষভাবে নজরে আসছে। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে বসবাসকারী এলজিবিটি সমিতির এক সক্রিয় কর্মী, পেড্রো জুলিয়ো সেরানো এই খুনের ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তিনি আরও বলেন এই ধরণের হিংসাত্মক ঘটনার অবিলম্বে তদন্ত হওয়া উচিৎ। তিনি তাঁর নিজের ওয়েবসাইটে এই বক্তব্য রাখেন যে, আলেক্সা শুধুমাত্র অসহিষ্ণুতা এবং হিংসার শিকার হিসাবেই খুন হয়েছেন। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সমিতির সদস্য এবং সরকারী কর্মীরাও এই ঘটনার তীব্র নিন্দা করেন।
Discussion about this post