কলকাতা শহরের শিল্পকৃতির জগতে এক স্বতন্ত্র নাম শিল্পী বিভাবসু। তাঁর কাজের ধরণ এবং নিরীক্ষাধর্মী শিল্পচেতনা তাঁকে কলকাতা তথা বাংলার শিল্পের জগতে এক বিশেষ স্থান দিয়েছে। বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই, কেবলমাত্র নিজের ঐকান্তিক প্রচেষ্টা এবং অদম্য উৎসাহে তিনি শিল্পের নানা মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান। আর এবারে কলকাতার শিল্পচর্চার আঁতুড় ঘর একাডেমি অফ ফাইন আর্টসে শিল্পী বিভাবসু নিয়ে এলেন তার তৃতীয় একক প্রদর্শনী।

এই প্রদর্শনী বিভাবসুর দীর্ঘদিনের শিল্পচর্চার ফসল। তাঁর কাজের বৈশিষ্ট্য হলো চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসে নতুন কিছু সৃষ্টির আকাঙ্ক্ষা। রঙের ব্যবহার, রেখার বিন্যাস অথবা মাধ্যমের নির্বাচন – সর্বত্রই তিনি এক স্বতন্ত্র স্বাক্ষর রেখেছেন। বিভাবসুর এই একক প্রদর্শনীতে দর্শক খুঁজে পাবেন তাঁর শিল্পীমনের গভীরতা এবং সৃষ্টির প্রতি একাগ্রতা। ডেইলি নিউজ রিল-এর সাথে এক একান্ত আলাপচারিতায় নিজের এই শিল্প প্রদর্শনী নিয়ে খোলামেলা আলোচনা করলেন শিল্পী বিভাবসু।
তার বক্তব্য অনুযায়ী, কলকাতা কথা গোটা পশ্চিমবঙ্গের শিল্প ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে গেছে। এখান থেকে বাইরে বেরিয়ে এসে সহজে কেউ কিছু করতে চায় না। এমন কিন্তু নয় যে তারা পারেন না। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের এই শিল্পক্ষেত্রে এরকম কিছু স্থায়ী ধারণার কারণে স্বাধীনভাবে কাজ করার প্রবণতা কমছে।
সেই কারণেই শিল্পী এককভাবে সম্পূর্ণ নিজের চেষ্টায় তার শিল্পকর্ম পরিচালনা করছেন। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াটাকেই নিজের পুরস্কার বলে মনে করেন শিল্পী। পাশাপাশি শিল্প এবং সমাজকে আবারো নতুন করে গড়ে তোলার স্বপ্নও দেখেন তিনি। তার কথায়, আজকের ফ্যাসিস্ট সমাজ সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টায় মেতে রয়েছে। এই অবস্থায় শিল্পীদের অবশ্যই এগিয়ে এসে সমাজের এই সমস্যার সমাধানে একসাথে কাজ করে যেতে হবে। তাই শিল্প সমালোচক এবং সাধারণ দর্শক সকলের কাছেই শিল্পীর আর্জি সকলে যেন এই প্রদর্শনীর অংশ হয়ে নতুন অভিজ্ঞতার সঞ্চার করেন। গতানুগতিকতার বাইরে শিল্পের অন্য এক জগতের স্বাদ গ্রহণ করেন।
Discussion about this post