এই ছবিটি তোলা হয়েছিল ১৯৭২ সালে দক্ষিণ ভিয়েতনামের ট্রাং ব্যাং গ্রামে। পিছনদিকে বিষাক্ত নাপাম বোমার ধোঁয়া। যন্ত্রণায় চিৎকার করতে করতে ছুটে বেড়াচ্ছে এক নগ্ন বালিকা । ছবিটি অ্যাসোসিয়েট প্রেসের এক চিত্র সাংবাদিকদের তোলা। ছবিটি হাতে পেয়ে প্রেস এডিটররা প্রথমে একটু দ্বিমত পোষণ করলেও শেষ অবধি এই নগ্ন ছবি চেপে দিয়েছিলেন পরের দিনের সংবাদপত্রে । তারপর যা ঘটেছিল সেটা ইতিহাস। একটা ছবি হয়ে দাঁড়িয়েছিল ভিয়েতনাম যুদ্ধের পরিণতির আখ্যান।

সাল ১৯৬১ ভিয়েতনামের জঙ্গল,মাঠ, গাছপালা সব ধরণের সবুজ চিরতরে মুছে ফেলার পরিকল্পনা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি । জঙ্গলের ভেতর লুকিয়ে আছে গেরিলা বাহিনী, তাই সব জঙ্গল ধ্বংস করে দিতে হবে। দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলা বাহিনী বাহিনীকে জব্দ করতে গ্যালন গ্যালন রাসায়নিক প্রয়োগ করা হয় । রামধনু রাসায়নিক – বিষাক্ত এই রাসায়নিককে মার্কিন সেনারা এই নামেই ডাকত।

রাসায়নিক দিয়ে জঙ্গল ধ্বংসের পাশাপাশি এক ভয়ংকর বোমা প্রয়োগ করেছিল মার্কিন সেনারা। সেটি হল নাপাম বোমা। প্লাস্টিক,পলিয়েস্টিরিন, হাইড্রোকার্বন, বেঞ্জিন আর গ্যাসোলিন দিয়ে তৈরি এই জেলির মতো রাসায়নিক মিশ্রণটি গোটা ভিয়েতনাম জুড়ে ফেলেছিল মার্কিন সেনারা । কখনো স্প্রে করে বা কখনো বোমা ফেলে জ্বালিয়ে দেওয়া হতো ঘরবাড়ি জঙ্গল সবকিছু। এই রাসায়নিকের ফলে আগুন ১০ মিনিট অবধি জ্বলতে থাকে আর তাপমাত্রা পৌঁছায় ১০০০ ডিগ্রী সেন্টিগ্রেডে। নাপাম বোমার সেই জ্বালায় ছটফট করছিল ৯ বছর বয়সী কিম ফুক। বোমার আঘাতে ঘটনাস্থলে মারা যায় কিমের চারজন প্রতিবেশী। তাঁর দেহের এক অংশ পুড়ে যায়। তাপমাত্রা সহ্য করতে না পেরে দেহের পোশাক খুলে নগ্ন হয়ে ভয়ে ছুটে পালিয়ে আসে । সেই ছবি ক্যামেরাবন্দি করেন অ্যাসোসিয়েট প্রেসের চিত্র সাংবাদিক নিক উট। ছবিটি প্রকাশিত হয়েছিল নিউইয়র্ক টাইমস পত্রিকায়।

এই ছবিটি এতটাই প্রভাব ফেলেছিল যে এই ছবি নিয়ে আলোচনায় বসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। ছবিটি ১৯৭৩ সালে পৃথিবীর চিত্র সাংবাদিকদের বিচারে সেরা ফটো নির্বাচিত হয়। কিমের কথা সামনে আসার পর নিন্দার ঝড়ে মেতে ওঠে গোটা বিশ্ব। মার্কিন সরকারের ভিয়েতনাম নীতির বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামেন মার্কিন নাগরিকরা। যা দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত ভিয়েতনাম আগ্রাসনের তীব্রতা কমাতে বাধ্য হয় আমেরিকা। কয়েক বছর পর সাইগনের পতন ঘটে, দুই দশক ধরে চলা ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে। এই কুড়ি বছর ধরে চলা যুদ্ধের ফলে ভিয়েতনামের মাইলের পর মাইল জঙ্গল ধ্বংস হয়ে গিয়েছে, চাষের জমি হয়ে গিয়েছে চাষের অযোগ্য। প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ লক্ষ সাধারণ মানুষ।
চিত্র ঋণ – Nick Ut







































Discussion about this post