দুর্গাপুজো মানেই কলকাতা। শহরের বুকে ছড়িয়ে আছে কত বনেদিবাড়ির দুর্গাপুজো। অলিগলি ঘুরে দেখতে হবে এইসব ঐতিহ্যবাহী পুজো। আর এদের মধ্যেই উল্লেখযোগ্য হল ঠনঠনিয়ার দত্ত বাড়ির দুর্গাপুজো। ১৬৭ বছর ধরে এই পুজো প্রতি বছর নিয়ম মেনে হয়ে থাকে। ১৮৫৫ সাল থেকে এখনও পর্যন্ত একই চেহারা আর সাজে দুর্গা মূর্তি তৈরি করা হয়। দ্বারিকানাথ দত্ত প্রথম এই পুজোর দায়িত্ব নিয়েছিলেন।
প্রেমই এই পুজোর আসল বিশেষত্ব। এখানে মা দুর্গার সাথে থাকেন শিব। পুরাণ অনুসারে বণিক পরিবারে মহিষাসুরের বদলে মা দুর্গা শিবের কোলে করে আসেন। করোনা আবহে দত্ত বাড়ির পুজোর কিছু বদল এসেছে। দালানে প্রতিমা তৈরির বদলে কুমোরটুলি থেকে আনা হয়েছে মায়ের মূর্তি। রাখি পূর্ণিমার দিন কাঠামো পুজোর আয়োজনের সাথে সাথে এই পর্বের উত্তেজনা হয়ে যেত তুঙ্গে। তবে করোনাকালে কিছুটা গল্পের মোড় ঘুরে গিয়েছে।
প্রতি বছর শয়ে শয়ে লোক আসেন প্রতিমা দর্শন করতে। প্রতিবছর মা-কে বিসর্জন দেওয়ার আগে কাঁধে করে নিয়ে যাওয়া হত সদর দরজা পর্যন্ত। তবে এখন লোহার ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ম বদল হলেও আজও দত্ত বাড়ির পুজোয় মিশে আছে পুরনো ঐতিহ্যের গন্ধ।
চিত্র ঋণ – শৌভিক বসাক
Discussion about this post