২০১৮ সালে একটি শ্লোগান বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। “যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ।” তানিম মাহমুদের মুক্তি পাওয়া ‘বাংলাদেশ’ গানটি শুনে সেই শ্লোগান আবারও মনে পড়তেই পারে। কারণ বাংলাদেশের অন্যতম মৌলিক সঙ্গীতশিল্পী তানিম মানেই আবেগ, তানিম মানেই বিষয়ের গভীরে গিয়ে ভাবা। ৭১-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামী শহীদ এবং বীরাঙ্গনা মায়েদের উৎসর্গ করা গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মুখে মুখে ঘুরতে শুরু করে দিয়েছে। গানটির সঙ্গীত আয়োজন করেছেন মহান ফাহিম। শব্দ সংমিশ্রণ এবং গান চিত্র সংযোজনের দায়িত্ব নিজে চওড়া কাঁধে তুলে নিয়েছেন মনিরুজ্জামান মণির।
কী ভাবছেন? গান সম্পর্কে আর খুব বেশি কিছু তথ্য নেই? এখানেই তো আসল টুইস্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত তথা এপার বাংলার ভূমিকা অনস্বীকার্য। ঠিক অদ্ভুতভাবেই এই গানটির সঙ্গেও জড়িয়ে খোদ রূপম ইসলামের নাম। কারণ জন বায়েজের ‘বাংলাদেশ’ অবলম্বনে এই গানের ভাবানুবাদ করেছেন রূপম।
বর্তমানের এই সুখী ন্যাকা প্রজন্মের আমরা যে এমনিতেই শিরদাঁড়াটা সোজা রাখিনা, রাখতে ভুলে গিয়েছি। সেই প্রজন্মের কাছে আরও একবার মুক্তিযুদ্ধে বীরত্বের ইতিহাস তুলে ধরল ‘বাংলাদেশ’। সুসজ্জিত পাক হানাদার বাহিনীর চোখে চোখ রেখে লড়ে প্রাণ বিসর্জন দিয়েছিল বীরেরা। আজকের এই সবকিছুতেই মানুষকে ভাগ করতে চাওয়ার প্রবণতাকে রুখে দিক সেই গৌরবময় ইতিহাসের চেতনা। এমন শিক্ষাই দিয়ে গেল তানিমের কণ্ঠে গাওয়া ‘বাংলাদেশ’।
Discussion about this post