নীতি পুলিশির কথা সবাই শুনেছে। কিন্তু এ যেন মাস্ক পুলিশি। তাও এক স্বয়ং রাজহাঁসের মাস্ক পুলিশির শিকার হলেন এক মহিলা। শুনে অবাক হচ্ছেন ? হ্যাঁ এমনই এক তাজ্জব ঘটনায় হইচই পড়েছে নেট পাড়ায়। টুইটারে সদ্য ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে নিয়ম মেনে মাস্ক না পরায় এক রাজহাঁস যেন কার্যত পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
এদিকে করোনা ঠেকাতে প্রতিটি দেশেই প্রয়োজন অনুসারে চলছে সাপ্তাহিল লকডাউন, জারি রয়েছে করোনাকালীন বিধিনিষেধ। মারণ করোনাকে দূরে রাখতে মাস্ক পরাও বাধ্যতামূলক একথা আমরা কমবেশি সকলেই জানি। কিন্ত তারপরেও টনক নড়ছেনা সাধারণ মানুষের। এবার সেই সব মানুষদেরই যেন বাগে আনতে মাঠে নামল এক রাজহাঁস।
সঠিক নিয়মে মাস্ক না পরায় ক্রুদ্ধ রাজহাঁস টান দেয় মহিলার মাস্কে আর তাতেই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। যদিও পরবর্তীতে এই ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে মজার ছলে লিখেছেন, ‘এভাবেই দেশে মাস্ক পুলিশিং-এর প্রয়োজন।’ ১১ই সেপ্টেম্বর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ঝড়ের গতিতে সেটি ছড়িয়ে পড়ে নেটিজেন মহলে। ইতিমধ্যেই, প্রায় ২ কোটি ১৭ লক্ষ মানুষের কাছে পৌঁছোয় ভিডিওটি। লাইক পড়েছে ২৪০০ টি। ভিডিওর নীচে অসংখ্য মানুষ তাদের মজার মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন।
অনেকেই রাজহাঁসের এই ব্যবহারকে সমর্থন করেছেন, কেউ বা লিখেছেন ‘এমন পুলিশই আমাদের দরকার’, কেউবা হাহা রিয়্যাক্ট দিয়ে লিখেছেন ‘হোলি ডাক’। তবে আপাদমস্তক হাস্যকর হলেও করোনা পরিস্থিতিতে এই ভিডিওটি যথেষ্ট শিক্ষনীয়ও বটে। অবলা প্রাণীরা যদি বুঝতে পারে এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহার কতটা দরকারি, তবে মানুষ কেন বুঝবেনা? আর যদি মানুষ না বোঝে তখনই দরকার এমন ‘মাস্ক পুলিশিং’।
Discussion about this post