সুলতানি আমল কেন্দ্র করে ভারত দেখেছে অসংখ্য মেলোড্রামা ঘেরা ছবি। তাতে, ঐতিহাসিক সত্যতার চেয়েও বড় হয়ে উঠেছে বলিউডের চিরাচরিত নাটকীয়তা। কখনো কিছু ছবি আবার হয়ে উঠেছে রাজনৈতিক খেয়োখেয়ির মূল উপাদান। এইসব দূরে সরিয়ে মুম্বইয়ের এক নামজাদা প্রোডাকশন হাউস তৈরি করতে চলেছে একটি ওয়েব সিরিজ। যার বিষয়, দিল্লির সুলতান সাম্রাজ্য। ইতিপূর্বে, এমন বিশুদ্ধ, তথ্যভিত্তিক, ঐতিহাসিক কাজ ভারতের চলচ্চিত্রের ইতিহাসে হয়নি বলেই দাবি করছেন এই কাজে যুক্ত মানুষদের বড় অংশ। সুলতানি সাম্রাজ্যের অজানা কাহিনীকে নিয়ে কাজ হয়েছে এই সিরিজে। শীঘ্রই সিরিজটি মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মে।
সামগ্রিক কর্মযজ্ঞে রয়েছেন উত্তর, দক্ষিণ ভারতসহ আরো বিভিন্ন প্রান্তের প্রথমসারির অভিনেতারা। রয়েছেন মুম্বই এবং বাংলার অভিনেতা, অভিনেত্রীরাও। কাহিনীকে যথার্থভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য রয়েছেন নেদারল্যান্ডের সিনেমাটোগ্রাফার রল্ফ ডিকেন্স। স্টান্ট ডিরেক্টরও এসেছেন নেদারল্যান্ড থেকে। সামগ্রিক শিল্প নির্দেশনায় রয়েছেন দক্ষিণ ভারতের একজন বিখ্যাত শিল্পী। লোকেশন এবং শ্যুটিংয়ে সাহায্য করছে মধ্যপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট। বিশিষ্ট পরিচালক, প্রোডিউসার কুনাল শামসের মাল্লা এই সিরিজের চিত্রনাট্য নিয়ে বেশ উৎসাহী। তাঁর মতে প্রামাণিক ঐতিহাসিক সত্যতা নিয়ে কাজ ভারতীয় চলচ্চিত্রে বিরল। ঐতিহাসিক চলচ্চিত্র গবেষক শমীক বসু এই ওয়েব সিরিজের চিত্রনাট্যকে খাঁটি তথ্য ও কাহিনী দিয়ে সাজিয়ে তুলেছেন।
এই ধারাবাহিকের উল্লেখযোগ্য আকর্ষণ হল, অভিজ্ঞ, বিখ্যাত মানুষদের পাশাপাশি যুক্ত হয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তের এক ঝাঁক নতুন প্রতিভা। এমনকি সিংহভাগ জুড়ে রয়েছেন বাংলার শিল্পীরা। সমগ্র প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে রয়েছেন বীরভূমের রামপুরহাট শহরের শিল্পী প্রশান্ত রায়। প্রশান্ত জানিয়েছেন, সুলতানি আমলের শিল্প, স্থাপত্যের কারুকার্য, সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করতে তাঁকে দিতে হয়েছে বেশ কিছু সময়। তাঁর তৈরি স্কেচগুলির মাধ্যমেই তৈরি হয়েছে শ্যুটিংয়ের সেট। এর জন্য তাঁকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হয়েছে পড়াশোনা ও গবেষণা। এছাড়াও, সমগ্র ওয়েব সিরিজের আবহ ও সঙ্গীত নির্দেশনায় থাকছেন কলকাতার সঙ্গীতশিল্পী সৌম্য চক্রবর্তী।
তথ্যের প্রামাণিকতায় এবং বৈচিত্র্যপূর্ণ শিল্পীদের শিল্পনৈপুণ্যে ও দক্ষতায় এই ওয়েব সিরিজ এক অন্য মাত্রা পেতে চলেছে বলেই আশা করা যায়। বিগত বছরে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আমদানি হওয়ার পর, ভারতীয় দর্শক বিভিন্ন দেশের-ভাষার-বিষয়ের ছবি, সিরিজ সহজেই হাতের কাছে পেয়েছেন। ফলে, সাম্প্রতিককালে ভারতীয় মূলধারার সিনেমাও, বিষয়ের বৈচিত্র্যে চোখে পড়ার মত হয়ে উঠতে বাধ্য হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ‘সালতানাত’ সেই বৈচিত্রের মাঝে কতখানি জায়গা করে নিতে পারে, সেটাই দেখার। চলচ্চিত্রজগতের বিশিষ্টজনেরা অবশ্য মনে করছেন, এই সিরিজ আন্তর্জাতিক স্তরেই পৌঁছবে।
Discussion about this post