কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজারের আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া মহিলা ডাক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর পেরিয়ে গিয়েছে ২০টি দিন। রাস্তায় রাস্তায় মিছিল, ডাক্তারদের কর্মবিরতি, তারকাদের প্রতিবাদ, মেয়েদের রাত দখল, ছাত্র সমাজের নবান্ন অভিযান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি, বিগত ২০ দিনে অনেক কিছুর সাক্ষী থেকেছে সিটি অফ জয়। সবাই চাইছেন নিজের মত করে আন্দোলন গড়ে তুলতে। সেই সূত্র ধরেই, এবার মাতৃআরাধনার সঙ্গে নারীদের প্রতিবাদকে এক সূত্রে বেঁধে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছেন কলকাতার জনৈক ফটোগ্রাফার তথা থিম শিল্পী, শুভাশিস মল্লিক।
নিজের ব্র্যান্ডিং নয় বরং বিচারের আন্দোলনকে সমাজের কোণায় কোণায় পৌঁছে দেওয়াটাই তার মূল লক্ষ্য। আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদী থিমের প্যান্ডেল যদি কোনো পুজো কমিটি ডিজাইন করতে চান, তাহলে একেবারে নিখরচায় তাদের প্যান্ডেল সম্পূর্ণ ডিজাইন করে দেবে শুভাশিস ও তার টিম। ডেইলি নিউজ রিল টিমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুভাশিস জানালেন, “ধর্ষণ একটা সামাজিক সমস্যা, আর সেই সমস্যার সাথে আমাদের সবাই মিলে লড়তে হবে। ব্যক্তিগত জনপ্রিয়তার কোনো আকাঙ্ক্ষা আমার নেই, তাই নিজেকে লাইমলাইটের আড়ালেই রাখতে চাই আমি। শুধু চাই, আমার কাজ যেনো মানুষের মধ্যে একটা স্বতস্ফূর্ত বার্তা পৌঁছে দিতে পারে।”
শুভাশিসবাবুর স্বপ্ন, ধর্ষণের মতো ঘটনার বিরুদ্ধে বাংলার মানুষের এই অরাজনৈতিক আন্দোলন যেনো বেঁচে থাকে। একজন সাধারণ চা বিক্রেতা থেকে শুরু করে সিনে দুনিয়ার তারকা, সবাই যেন নিজের মতো করে সিস্টেমের বিরুদ্ধে এই আন্দোলন চালিয়ে যান। তার প্রতীকী হিসেবে এবারের অষ্টমীর অঞ্জলিতে We Want Justice লেখা পাঞ্জাবী পরবেন বলেও জানালেন শুভাশিসবাবু। তাই, এই উদ্যোগের জন্য শুভাশিসবাবুকে ডেইলি নিউজ রিল টিমের পক্ষ থেকে টুপি খুলে স্যালুট।
Discussion about this post