জেলের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখা একটি নির্দেশিকা চালু করেছে। গত ২৩ মার্চ সোমবার ‘প্রিপেয়ার্ড নেস প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ কোভিড-১৯ ইন প্রিজন অ্যান্ড আদার প্লেসেস অফ ডিটেনশন’ নামক এই নির্দেশিকাটি সামনে আসে। কারাগারের কর্মী, স্বাস্থ্য সেবী এবং কারাগার কর্তৃপক্ষকে করোনা প্রতিরোধের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এর সাহায্যে কীভাবে কারাগারের মধ্যে এই রোগটির প্রাদুর্ভাব আটকানো সম্ভব কিংবা সংক্রমণ হলে কীভাবে তার মোকাবিলা করতে হবে সেই সম্পর্কে আলোচনা রয়েছে।
সাধারণতঃ কারাগারের মধ্যে বন্দী ব্যক্তিরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে একটি বদ্ধ পরিবেশে থাকেন। উপযুক্ত পরিচ্ছন্ন ব্যবস্থার পরিকাঠামোও প্রায় দূর্লভ সেখানে। তাই সাধারণ মানুষের তুলনায় তাদের সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই কারাগারে সংক্রমণ আটকানোর জন্য দরকার বিশেষ সুরক্ষা। এই নির্দেশিকাটি কোভিড-১৯’র লক্ষণ এবং বৈশিষ্ট্য বিবেচনা করে সুরক্ষার ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ ভূমিকাই নেবে বলে মনে করছে ‘হু’।







































Discussion about this post