এবার জলপাইগুড়ির দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা শাখার সরকারী কর্মচারী সমিতিগুলির রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শুরু হওয়া লকডাউনের ফলে রাজ্য জুড়ে চরম বিপাকে বহু মানুষ। মাঝে মধ্যে সরকারি সাহায্য মিললেও দিন গুজরান ক্রমশই কঠিন হয়ে উঠছে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষেরকাছে। তাদের সমস্যার সমাধানেই এবার এগিয়ে এসেছেন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা।
সদস্যরা নিজেরাই চাঁদা তুলে দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাহায্য করার এই উদ্যোগটি নিয়েছেন। মানুষগুলির হাতে ৫ কেজি চাল, ১কেজি আটা, ৫০০গ্রাম ডাল, রান্নার তেল, সাবান সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত মোট ১২৫টি পরিবারের কাছে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি এবং সংগঠনের সামর্থ্য অনুযায়ী এই কর্মসূচি চালিয়েও যাওয়া হবে বলে জানানো হয় সদস্যদের তরফে।
এই অস্থির পরিস্থিতিতে এই সমস্ত ঘটনাই আমাদের বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মনুষ্যত্ব এখনও বেঁচে। এখনও মানুষ কাঁদে মানুষের দুঃখে। পরিস্থিতি কঠিন হলেও পাশে দাঁড়িয়ে হাল ধরতে জানে মানুষই। আর মানুষের মধ্যে এই সমন্বয়ই একদিন আমাদের এই মহামারী কাটিয়ে ওঠার পথের হদিশ দেবে। তারই অপেক্ষায় আজও দিন গুনে যাই আমরা।
Discussion about this post