করোনার করাল গ্রাসে ইতিমধ্যেই বলি হয়েছেন লাখ লাখ মানুষ। ঘরবন্দী অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা পৃথিবী। সেই মৃত্যুর ঢেউ ছুঁয়েছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ককেও। সেখানে এই মারণ রোগে আক্রান্ত প্রায় ৭৫০০০ হাজার। মারা গিয়েছেন ১৬৪৩ জন। লকডাউনের মাঝে আরও একবার বিশ্বকে বাঁচাতে হাজির স্পাইডারম্যান। তবে এই খারাপ সময়ে বাস্তবের মাটিতে নেমে এলেন আমাদের চির-পরিচিত সুপারহিরো ‘স্পাইডার ম্যান’।
“With great power comes great responsibilities.” সিনেমার এই চেনা সংলাপকেই সত্যি করে দেখাচ্ছেন তুরস্কের এক বাসিন্দা। আনাতোলিয়া শহরের রাস্তায় বুরাক সয়লুকে দেখা যাচ্ছে স্পাইডারম্যানের পোশাকে। বয়স্ক মানুষদের করোনা থেকে বাঁচাতে তাদের ঘরে ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। নিজের গাড়ি চেপে আশপাশের পাড়াতে তিনি ঘুরে বেড়ান। যখনই কোনও কোনও বয়স্ক দম্পতি, যারা এই ভাইরাসের কারণে বিশেষ ঝুঁকির মুখে রয়েছেন তাদের দুধ, ফল, সব্জি পাঠাতে স্পাইডারম্যান সোজা তাদের বাড়িতে পৌঁছে যান। স্থানীয়রাও ভীষণ খুশি বাস্তবের এই সুপারম্যানের ভূমিকায়।
Discussion about this post