শিবরাত্রিতে সাধারণত শিব সেবাই করে থাকেন অসংখ্য মানুষ। তবে সহচরের উদ্যোগে এবছর হয়েছে মানুষরূপী শিবেদের সেবা। হতদরিদ্র মানুষ যাদের দুবেলা দু’মুঠো খাবার জোটে না, তাদের মুখেই শিবরাত্রির দিন কেক, বিস্কুট তুলে দিলো সহচর। কেবল শিবরাত্রিতেই নয়, সহচর দরিদ্র মানুষদের পাশে থাকে সারা বছর। প্রতি রবিবার শ্রীরামপুর স্টেশন এবং শ্রীরামপুর চার্চের সামনে যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলো থাকেন তাদের মুখে খাবার তুলে দেয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।
শুধু খাবার নয়, জামাকাপড়, মাস্ক, স্যানিটাইজার, এমনকি শীতকালে কম্বল বিতরণ কর্মসূচি পালন করে থাকে এই সংস্থা।শিশুদের সাহায্যেও এগিয়ে এসেছে সহচর। অবৈতনিক স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিতরণে ব্রতী হয়েছেন তাঁরা। তাছাড়াও শেওড়াফুলি এলাকার যৌনকর্মীদের উন্নতির জন্য, তাদের স্বনির্ভর করে তোলার কাজে নিজেদের উৎসর্গ করেছে এই সংস্থা। সহচর নি:স্বার্থভাবে কাজ করে চলেছে মানুষের উন্নতির জন্য।
সহচরের অন্যতম মুখ শিবাশিস চট্টোপাধ্যায়ের মতে, “ স্বামীজির কর্মযোগের আদর্শে আমাদের এই সংস্থা চলে, আমরা জীবরূপে শিবসেবাতেই বিশ্বাসী। আমরা যথাসাধ্য চেষ্টা করি মানুষদের সেবা করার। সহচর মানুষের সাথে সবসময় থাকবে, তাদের সাহায্য করবে এটাই সহচরের মূলমন্ত্র।”
Discussion about this post