কর্মহীন, দুঃস্থ, অভুক্ত মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল বাংলা ব্যান্ডও। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে করোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করে ৩১,৫৫০ টাকা সাহায্য করলো ‘দ্য এসএনএফ’ নামের বাংলা গানের ব্যান্ড। এই ব্যাপারে এগিয়ে আসেন ওই ব্যান্ডেরই ফ্রন্ট ম্যান সৌম্যদীপ চক্রবর্তী। তাদের বৃহত্তর পরিবার এসএনএফ স্কোয়াডের সদস্যরা এই বিপদের সময়ে কম সুবিধাপ্রাপ্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। জানা গিয়েছে এই সম্পূর্ণ অর্থ সংগ্রহের দিকটির দায়িত্বে ছিলেন এসএনএফ স্কোয়াডের এক গুরুত্বপূর্ণ মুখ পলাশ ঘোষ।
ত্রাণ তহবিলের সমস্ত অর্থ খাদ্য ও স্বাস্থ্য খাতে সরাসরি পথে নেমে কাজ করছেন, এরকম চারটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ভাগ করে দেওয়া হয়েছে। যাদবপুর অঞ্চলে কাজ করা ‘হ্যাপিনেস টু ইকুয়াল টু ফুড’, ব্যারাকপুর-সোদপুর অঞ্চলে ‘রুইয়া ওয়েলফেয়ার সোসাইটি’, বারুইপুর-মল্লিকপুর এলাকার ‘ঈগল আইজ’ এবং হাওড়া-শ্যামপুর-মীরপুর অঞ্চলের ‘ক্ষুধা নিবারণ’। এই চারটি সংস্থাগুলির কাজ খতিয়ে দেখেই তাদের হাতেই সাহায্যের অর্থ তুলে দেওয়া হয়। প্রশাসনিক সাহায্য নিয়ে তারাই বাড়ি বাড়ি গিয়ে চাল/ডাল/সাবান এই প্যাকেট পৌঁছে দিচ্ছেন। টাকার সঠিক হিসেবের স্বচ্ছ প্রমানও তারা দিয়েছেন। এই উদ্যোগের জন্ম যার হাতে, এসএনএফের প্রানপুরুষ সৌম্যদীপ ‘ডেইলি নিউজ রিল’কে দিলেন বেশ কিছু তথ্য। তার ভাষায়, “এই সংকটকালে আমরা চেয়েছিলাম সহযোগিতার একটু হাত বাড়িয়ে দিতে। যে সব কম সুবিধাপ্রাপ্ত মানুষ বিপদের মধ্যে রয়েছেন, তাদের জন্যে যৎসামান্য হলেও কিছু একটু অনুদান দিতে চেয়েছিলাম। সেই হিসেব অনুযায়ী, আমরা এসএনএফ স্কোয়াডের বন্ধুরা মিলে একটি তহবিল তৈরি করি। আমরা অভাবনীয় সাফল্য পাই। এই ফান্ড আমরা বাংলা ব্যান্ড ফ্রেটারনিটির হয়ে সংগ্রহ করেছি এবং ব্যক্তিগত পরিসরে আমাদের কিছু বন্ধুরাও পাশে থেকেছেন। এখনও মানুষের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছি। টাকার সমস্ত স্বচ্ছতার প্রমাণও রাখা হচ্ছে।” আরও জানা গেল, আগামী দিনে উঠলে তাদের নতুন অ্যালবাম ‘ফেরেস্তা’ আসতে চলেছে। সেটি নিয়েও তাদের প্রস্তুতি তুঙ্গে।
প্রসঙ্গতঃ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বানানোর জন্য একটি সংস্থাকেও বেশ কিছু টাকা অনুদান দেওয়ার কথাও জানালেন সৌম্যদীপ। যারা বাংলা গান ভালবাসে বা শোনে, তাদের সাহায্যে আজকের এই আকালের দিনেও মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছে এই ব্যান্ড। নতুন বাংলা মৌলিক গান উপহার দেওয়ার পাশাপাশি সকলের যৌথতায় বহু কঠিন সময়ও পার করা যায়। সেই শিক্ষাই দিয়ে চলেছে এই বাংলা ব্যান্ড ‘দ্য এসএনএফ’।
Discussion about this post