অপেক্ষার পালা শেষ! পদ্মা সেতু চালু হওয়ার পর গণ-পরিবহণের ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরেকটি বড় পা ফেলছে বাংলাদেশ। বহুল প্রতীক্ষিত ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন-৬-এর প্রথম অংশ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রেল নিয়মিত চালাতে ইতিমধ্যেই ৬ জন নারী চালককে নেওয়া হয়েছে। তাঁর মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান মরিয়ম আফিজা। বিশ্বস্ত সূত্রের খবর, মরিয়ম টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন।
অন্যদিকে যাত্রীদের মেট্রোরেল স্টেশনে আসা যাওয়ার জন্য থাকবে বিআরটিসি’র ৫০টি দ্বিতল বাস। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর সঙ্গে বিআরটিসির চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, দিয়াবাড়ি এলাকায় স্টেশনে উত্তরা ও আশপাশের বাসিন্দাদের মেট্রোতে চলাচল করতে হলে কিছুটা সময় নিয়ে যেতে হবে। তিনি আরও জানান, উত্তরা ও আশপাশের এলাকায় যাত্রীদের দিয়াবাড়ি মেট্রো স্টেশনে নিয়ে আসবে করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাস। দিয়াবাড়ি থেকে উত্তরা হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড পর্যন্ত আসা যাওয়া করবে বিআরটিসি বাস। তেমনি একইভাবে আগারগাঁওয়ের যাত্রীদের পরিবহনের জন্য মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত বাস পরিষেবা দেবে বিআরটিসি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন মেট্রোরেল। পরের দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবে এ মেট্রো রেলে। প্রথম দিকে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচলের পথে কোথাও থামবে না ট্রেনটি, বিরতিহীনভাবে চলবে। কারণ মানুষকে অভ্যস্ত করার জন্য প্রথম দিকে বেশি যাত্রী নেয়া হবে না। মানুষ অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে তিন মাসের ভেতরে আমরা পূর্ণভাবে চালাতে পারব।
Discussion about this post