ঘুমের মধ্যেই চিরবিদায় নিলেন শন কনরি ! একটি অ্যাকাডেমি পুরস্কার, দুটি বাফটা পুরস্কার এবং তিনটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর স্কটিশ অভিনেতা শন কনারি ৩১ অক্টোবর বাহামা দ্বীপপুঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। কনারি সর্বপ্রথম অভিনেতা যিনি বিখ্যাত ‘জেমস বন্ড’ স্পাই থ্রিলারে ব্রিটিশ সাংবাদিক এবং ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের চরিত্র জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন। মনকাড়া অভিনয়ের মাধ্যমে তিনি যে শুধু দর্শকদের মন জয় করেছেন তা নয়, ২০০০ সালে ইংল্যান্ডের রাণীর কাছ থেকেও পেয়েছেন নাইট উপাধি।
অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে ‘ডক্টর নো’, ‘ইউ অনলি লিভ টোয়াইস’, ‘ডায়মন্ডস আর ফরেভার’, ‘নেভার সে নেভার এগেইন’ সহ সাতটি ফিল্মে বন্ড চরিত্রটিকে বাস্তব রূপ দিয়েছিলেন অভিনেতা শন কনরি। ১৯৮৮ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেন ‘দ্য আনটাচেবল’ চলচ্চিত্রের জন্য। এছাড়া, তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘মার্ডার অন্ ওরিয়েন্ট এক্সপ্রেস’, ‘মেরিন’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ড্রাগনহার্ট’, ‘দ্য রক’, ‘হাইল্যান্ডার’ আজও সমানভাবে দর্শকদের কাছে হৃদয়গ্রাহী।
আমাদের সকলের প্রিয় জেমস বন্ডের বিখ্যাত উক্তি , ‘Love may not make the world go round, but I must admit that it makes the ride worthwhile.’
Discussion about this post