ঘূর্ণিঝড় ইয়াসের আগমনীর বিধ্বংসী সুর আকাশে বাতাসে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দরই হোক অথবা হোক পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড় অধ্যুষিত গোটা উপকূল এলাকা জুড়েই জারি হয়েছে লাল-সতর্কতা। সমুদ্রের ধারের মানুষকে বিপদমুক্ত স্থানে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। যথারীতি অবলা প্রাণীরা আবারও জীবন-মরণ প্রশ্নের মুখে। এই দুর্যোগে খোলা আকাশের নিচে তাদেরই সব থেকে বেশি ক্ষতি হবে তা বলাই বাহুল্য।
রাস্তার কুকুর-বিড়াল এবং সদ্য জন্ম নেওয়া তাদের বাচ্চাগুলি ঘূর্ণিঝড়ের ফলে থাকার জায়গা হারাবে। সেই সঙ্গে তারা জলের তোড়ে এবং খাবারের অভাবে হারাতে পারে প্রাণও। এরই মাঝে সজাগ পশুপ্রেমীরা। শুধু বাংলাদেশই নয়, এপার বাংলা বা ওড়িশাতেও এই অবলা প্রাণীদের পাশে থাকার আবেদন জানিয়েছেন পশুপ্রেমী মানুষ। বিপদে পড়ে ‘অবলা’রা আপনার বাড়িতেও এসে পড়তে পারে। সেক্ষেত্রে তাদের না তাড়িয়ে অভিভাবকের ভূমিকা পালনের অনুরোধও জানিয়েছেন অনেকেই।
Discussion about this post