রোজদিনের ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছেন? একটু ব্রেক নিতে চান? আপনি কি ঢাকায় থাকেন? তাহলে চমৎকার একটা ডে-আউটিংয়ের আইডিয়া দিতে পারি। ফুলের রানী গোলাপ! সেকাল থেকে একালের মানুষদের পছন্দের ফুলের মধ্যে সেরার তালিকায় রয়েছে এই গোলাপ। গোলাপের সৌন্দর্য্য এতটাই আকৃষ্ট করে যে, একটা গোলাপ দিয়ে সহজেই খুশি করা যায় প্রিয়জনদের। তাই গোলাপ নিয়ে চর্চার শেষ নেই। শহুরে যান্ত্রিক জীবন থেকে একটু বিশ্রামের জন্য বা মানসিক অবসাদ অথবা শারীরিক ক্লান্তি দূর করার জন্য আমরা অনেক জায়গাতেই তো ঘুরতে যাই। তাই অল্প সময়ের অবসরে যদি ঢাকার আশেপাশে একদিনের জন্যে কোথাও ঘুরতে চান তাহলে গোলাপ ফুলের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন।
ঢাকার কাছে সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে অবস্থিত সাদুল্লাহপুর। গ্রামটি গোলাপ গ্রাম নামেও পরিচিত। কারণ, গোলাপের সুগন্ধ আর চোখ জুড়ানো দৃশ্য নিয়ে পুরো গ্রামটি সেজে আছে। শুধু সাদুল্লাহপুর নয়, আশেপাশের কমলাপুর, শ্যামপুর, বাগ্মীবাড়ি গ্রামের গোলাপের রাজ্যে চোখ আটকে যাবে যে কারও। তাই গোলাপের সৌন্দর্য্য দেখতে অনেকেই দল বেঁধে চলে আসেন সাদুল্লাহপুরে। গ্রামের ভিতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। পথের ধার ঘেঁষে অসংখ্য গোলাপের বাগান। যত দূর চোখ যায় শুধু লাল গোলাপের সমারোহ। এখানে মূলত মিরান্ডা প্রজাতির লাল গোলাপের চাষ হয়। মাঝে মাঝে কিছু সাদা গোলাপ, গ্লাডিওলাস, জারবেরার বাগানও চোখে পড়ে।
শহরের ব্যস্ত পরিবেশ থেকে শান্তি পেতে মানুষ ছুটে আসেন এখানে। আপনিও সময় পেলে ঘুরে আসতে পারেন গোলাপ গ্রাম থেকে। দুপুরের পর থেকেই এখানকার চাষিরা বাগানে নেমে যান গোলাপ তুলতে। গাছের সারির এক পাশ থেকে ফুল তোলা শুরু করে শেষ পর্যন্ত মুঠো ভরে ফুল তোলেন। চাষিদের ফুল তোলার দৃশ্যও বেশ উপভোগ্য। আবার এখানে নিকটবর্তী এক বাজারে প্রতিদিন সন্ধ্যায় ফুলের হাট হয়, সেটাও দেখার মতো। ঢাকা শহরের গোলাপের চাহিদার সিংহভাগ মেটায় বিরুলিয়া এলাকা। দেশের অন্য অনেক জায়গাতেও যায় এখানকার ফুল।
বছরের প্রায় সব সময়ই সাদুল্লাহপুর গ্রামে গোলাপ ফুলের চাষ হয়। তাই বছরের প্রায় যে কোনও সময় আপনি গোলাপ গ্রাম ঘুরে আসতে পারেন। তবে শীতকালই হচ্ছে গোলাপ ফুল ফোটার উপযুক্ত সময়। এবার কথা হল আপনি গোলাপ গ্রামে পৌঁছবেন কীভাবে? এখানে যেতে হলে আপনাকে প্রথমে ঢাকা থেকে গাবতলী আসতে হবে। এরপর গাবতলী বাসস্ট্যান্ড থেকে যে কোনও বাসে সাভার বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে নামতে হবে। এবার ওভারব্রিজ পেরিয়ে পূর্ব দিকের বিরুলিয়া ইউনিয়নের রাস্তায় ব্যাটারি চালিত বাইকে করে চলে যাবেন স্বপ্নের মতো সুন্দর গোলাপ গ্রামে।
Discussion about this post