করোনা আতঙ্কের মাঝেও এই মুহূর্তে একজনকে নিয়ে আলোচনা থেমে নেই। আর বলার অপেক্ষা রাখেনা সেই নামটি হলেন মোক্সা কবি রোদ্দুর রায়। তার সাম্প্রতিক কর্মকান্ডে শুধু সমালোচনার ঝড়ই শুধু ওঠেনি। তার বিরুদ্ধে রাস্তাতেও নেমেছেন মানুষ। ঠিক সেই পরিস্থিতিতেই হাজির হয়েছেন ‘দূরদূর রায়’। প্রবাল চক্রবর্তী নামে এক শিক্ষক রোদ্দুর রায়ের ধাঁচেই একটি ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন গত মঙ্গলবার। রোদ্দুর রায়কে বাছা বাছা বিশ্লেষণে রীতিমতো বিদ্ধ করেছেন প্রবাল বাবু। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।







































Discussion about this post